ডিআরইউ’ ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু শুক্রবার
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৯:০১ পিএম, ১০ মার্চ ২০২২ বৃহস্পতিবার
ফাইল ছবি
মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজন করছে ব্যাডমিন্টন টুর্নামেন্ট। শুক্রবার সন্ধ্যা ৬টায় এই টুর্নামেন্টের উদ্বোধন করা হবে। এবারের আয়োজনে পৃষ্টপোষকতা প্রাণ গ্রুকোজ-ডি।
বৃহস্পতিবাপর এক সংবাদ বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিবৃতিতে বলা হয়, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল ইসলাম মিঠু ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন।
খেলার নিয়মাবলীগুলো হলো: ফিকশ্চারে দেয়া সময় অনুযায়ী খেলা অনুষ্ঠিত হবে। নির্ধারিত সময় থেকে ২০মিনিট অপেক্ষা করা হবে। এই সময়ের মধ্যে কেউ উপস্থিত না থাকলে খেলা বাতিল হয়ে যাবে, একপক্ষ খেলোয়াড় মাঠে উপস্থিত না থাকলে, নির্ধারিত সময় পর ২০ মিনিট পযর্ন্ত অপেক্ষা করা হবে।
এরপরও উপস্থিত থাকতে না পারলে, প্রতিপক্ষ ওয়াক ওভার পাবে, খেলা নিয়ে কোন আপত্তি থাকলে টুর্নামেন্ট কমিটি অথবা ম্যাচ রেফারীকে ৫০০ টাকাসহ লিখিত অভিযোগ জানাতে পারবেন, ফিকশ্চার পরিবর্তন করার ক্ষমতা টুর্নামেন্ট কমিটি রাখে, ফিকশ্চার নিয়ে কোন অভিযোগ গ্রহণযোগ্য নয় এবং দ্বৈতে পার্টনারে নাম পরিবর্তন করা যাবে না।
