শিল্পকলাতে পিঠা উৎসব শেষ হচ্ছে আজ
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ১২:৪২ পিএম, ৩১ জানুয়ারি ২০১৮ বুধবার | আপডেট: ১২:৪০ পিএম, ২ ফেব্রুয়ারি ২০১৮ শুক্রবার
শিল্পকলা একাডেমিতে আয়োজিত নয় দিনব্যাপী জাতীয় পিঠা উৎসব আজ বুধবার শেষ হচ্ছে।
বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও জাতীয় পিঠা উৎসব পরিষদ যৌথভাবে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে গত ২৩ জানুয়ারি ”জাতীয় পিঠা উৎসব ১৪২৪” এর আয়োজন করে। লোকজ ঐতিহ্য ধরে রাখতে বাঙালির পিঠা পার্বণের এ আয়োজন।
পিঠা উৎসবের সমাপনী অনুষ্ঠান আজ বিকেল সাড়ে ৪টায় একাডেমি প্রাঙ্গণে জাতীয় পিঠা উৎসব উদ্যাপন পরিষদের সভাপতি ম. হামিদের সভাপতিত্বে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি।
বিশেষ অতিথি থাকবেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব শিল্পী মুস্তাফা মনোয়ার, নাট্যব্যক্তিত্ব নাসিরউদ্দিন ইউসুফ, সংগীত শিল্পী রফিকুল আলম, বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সভাপতি মিনু হক ও চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।
অনুষ্ঠানে উপস্থিত থাকবেন জাতীয় পিঠা উৎসব উদ্যাপন পরিষদ ১৪২৪ এর আহ্বায়ক ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী ও সচিব জাহাঙ্গীর হোসেন চৌধুরী।
