দেশ আজও মৃত্যুশূন্য, শনাক্ত ১৮২
অনলাইন ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৭:৪৯ পিএম, ১৬ মার্চ ২০২২ বুধবার
ফাইল ছবি।
দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আজও কারও মৃত্যু হয়নি। এর আগে গতকাল মঙ্গলবারও ৯৬ দিন পর করোনায় মৃত্যুশূন্য দিন দেখে বাংলাদেশ। ফলে ভাইরাসটিতে দেশে মোট মৃত্যু ২৯ হাজার ১১২ জনই রয়েছে।
তবে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১৮২ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১৯ লাখ ৫০ হাজার ১২৪ জনে। নমুনা পরীক্ষার বিপরীতে ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১ দশমিক ৩৮ শতাংশ।
আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের ৮৭৮টি ল্যাবরেটরিতে ১৩ হাজার ৬২টি নমুনা সংগ্রহ এবং ১৩ হাজার ১৭৯টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে দেশে মোট এক কোটি ৩৬ লাখ ৭৮ হাজার ৬৩২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। একই সময়ে করোনা থেকে সেরে উঠেছেন এক হাজার ১৯২ জন। ফলে এ নিয়ে দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৬৫ হাজার ৬০০ জন।
উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ প্রথম মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।
