ঢাকা, শুক্রবার ১৯, ডিসেম্বর ২০২৫ ২১:৫৯:০১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ঐতিহাসিক জয়ের পরে সামনে তাকাচ্ছেন বাংলাদেশের মেয়েরা

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:১৭ পিএম, ১৭ মার্চ ২০২২ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

প্রথম যেকোনো কিছুই বিশেষ। বিশ্বকাপের প্রথম জয় হলে? কথাই নেই। বাংলাদেশ নারী দল ওই জয়টা পেয়েছিল পাকিস্তানের বিপক্ষে, ঠিক আগের ম্যাচেই। এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামার পালা বাংলাদেশের মেয়েদের। বাংলাদেশ সময় ভোর চারটায় মাঠে গড়াবে ম্যাচটি।

এই ম্যাচের আগে পাকিস্তানের বিপক্ষে জয় ভুলে যাওয়ার কথা বললেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। এর আগে কখনও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামেনি বাংলাদেশ। এটাকে বরং আরও ইতিবাচকভাবে দেখছেন বাংলাদেশ অধিনায়ক। তিনি বলছেন, বিশ্লেষণ করেই মাঠে নামবেন।

ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে জ্যোতি বলেছেন, ‘ওটা ছিল অসাধারণ ম্যাচ। এটা খুব আনন্দের যে আমরা বিশ্বকাপে প্রথম কোনো ম্যাচ জিতেছি। আসলে আমরা এখন ওই জয় ভুলে সামনে আগাতে চাই। তবে ওই ম্যাচ থেকে সব ইতিবাচক দিকগুলো নিয়ে পরের ম্যাচে কাজে লাগাতে চাই।’ 

ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে তিনি বলেছেন, ‘আমরা আসলে কোনো প্রতিপক্ষকে সহজ বা কঠিন কোনোভাবেই নিচ্ছি না। তাদের প্রতিপক্ষ হিসেবেই নিচ্ছি। যখন তাদের সহজ বা কঠিন হিসেবে নেবো, খেলাটা কঠিন হয়ে যাবে। আমরা সাধারণত নিজেদের শক্তির জায়গাটাই দেখার চেষ্টা করি। কীভাবে তাদের বিপক্ষে খেলবো বা কোন পরিকল্পনায় তাদের প্রতিহত করব।’

‘পাকিস্তানের বিপক্ষে ম্যাচে জয়টা আমাদের একটা ভালো মোমেন্টাম তৈরি করে দিয়েছে। যেটা আগামী ম্যাচগুলোতে ভালো খেলার জন্য আমাদের আরও বেশি সাহায্য করবে।’

জ্যোতি বলেছেন, ‘ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কখনও খেলিনি কিন্তু আমরা তাদের খেলা দেখেছি। আমাদের অ‍্যানালিস্ট কিন্তু চেষ্টা করছেন যত ধরনের তথ‍্য আছে আমাদের দেওয়ার জন‍্য। ব‍্যক্তিগতভাবে ব‍্যাটাররা যেমন বোলারদের জন‍্য পরিকল্পনা করছে, বোলাররাও ব‍্যাটারদের জন‍্য পরিকল্পনা করছে। তারা হয়তো পাওয়ার ক্রিকেটে বিশ্বাসী। আমি বিশ্বাস করি, আমাদের বোলারদের যে সামর্থ‍্য আছে আমরা যদি আমাদের সামর্থ‍্য অনুযায়ী সেরা ক্রিকেটটা খেলতে পারি, মনে হয় যে, ফলাফলটা আমাদের দিকেই আসবে।’