ঢাকা, শুক্রবার ১৯, ডিসেম্বর ২০২৫ ২২:০৪:০৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ওয়েস্ট ইন্ডিজকে কম রানে আটকে দিল বাংলাদেশ

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:০৭ এএম, ১৮ মার্চ ২০২২ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দারুণ বোলিং করল বাংলাদেশ। বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে রোমানা-জাহানারাদের তোপে মাত্র ১৪০ রানের বেশি করতে পারেনি উইন্ডিজ। 

বেঁধে ফেলেছে তারা। টানা দ্বিতীয় ম্যাচ জিততে টাইগ্রেসদের করতে হবে ১৪১ রান।

মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে আজ পাকিস্তানকে হারানোর ম্যাচের একাদশ নিয়েই মাঠে নামে বাংলাদেশ। টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। 

শুরুতেই ক্যারিবীয় ব্যাটারদের চাপে রাখে বাংলাদেশ। 

ইনিংসের নবম ওভারে প্রথম  আঘাত হানেন ডানহাতি পেসার জাহানারা আলম। 

তার বলে কট বিহাইন্ড হওয়ার আগে ১৭ রান করে অলরাউন্ডার দেয়ান্দ্র ডটিন। বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে পাওয়ার প্লের ১০ ওভারে ১ উইকেটে মাত্র ৩৪ রান করতে পারে ওয়েস্ট ইন্ডিজ। 

দারুণ বোলিং করেন বাঁহাতি পেসার ফারিহা তৃষ্ণা, নাহিদা ও সালমা।

পরবর্তী ৩০ ওভারে ক্যারিবীয় ব্যাটারদের হাত খুলে খেলতেই দেননি  স্পিনার সালমা খাতুন, রুমানা আহমেদ, নাহিদা আক্তার ও ফাহিমা খাতুন। 

এই ৩০ ওভারে মাত্র ৫৩ রানে আরও ৬ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। ফলে ৪০ ওভারে স্কোর দাঁড়ায় ৭ উইকেটে ৮৭ রান।

ক্যারিবীয় ইনিংসের ৩৬ ওভার শেষে সংগ্রহ ছিল ৭ উইকেটে ৭২ রান। সেখান থেকে শেষ ১৪ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে ৬৮ রান করে তারা। যা দলকে এনে দেয় ১৪০ রানে নিয়ে দাঁড় করায়।

নবম উইকেট জুটিতে ৩৬ রান যোগ করেন কারিশমা রামহারাক ও শারমেইন ক্যাম্পবেল। এর আগে অ্যাফি ফ্লেচারকে নিয়ে অষ্টম উইকেটেও ৩২ রানের জুটি গড়েন ক্যাম্পবেল। 

১০৭ বলে ৫৩ রান করে অপরাজিত থাকেন ক্যাম্পবেল। হিলি ম্যাথুজ (১৮), রাশাদা উইলিয়ামস (৪), স্টেফানি টেলর (৪), চেডন ন্যাশনদ (৬) রান করেন। 

জয়ের জন্য ১৪১ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ। 

বাংলাদেশের পক্ষে বল হাতে ডানহাতি সালমা ও বাঁহাতি নাহিদা নিজেদের প্রথম ছয় ওভারে তিনটি করে মেইডেন তুলে নেন, রান খরচ করেন সমান ১২ এবং উইকেটও নেন সমান ২টি করে। 

জাহানারা, রুমানা ও রিতু মনি নিয়েছেন একটি করে উইকেট।