ঢাকা, শনিবার ২৭, ডিসেম্বর ২০২৫ ১:৪৯:৪৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

আজ ছুটির দিনে জমবে বইমেলা

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ১২:৪০ পিএম, ২ ফেব্রুয়ারি ২০১৮ শুক্রবার | আপডেট: ১১:১৪ পিএম, ৩ ফেব্রুয়ারি ২০১৮ শনিবার

গতকাল  বৃহস্পতিবার থেকে  শুরু হয়েছে অমর একুশে বইমেলা। কাল বাংলা একাডেমিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বইমেলার উদ্বোধন করেন। প্রথম দিন তেমন কোনো ভিড় না থাকলেও আজ সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় মেলা জমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

 

আজ শুক্রবার মেলা শুরু হবে বেলা ১১টা থেকে। শিশু-কিশোরদের জন্য মেলায় থাকবে বিশেষ আয়োজন।

 

বাংলা একাডেমি প্রাঙ্গণ এবং একাডেমির উল্টো দিকে সোহরাওয়ার্দী উদ্যানে চলবে মাসব্যাপী এই মেলা। মেলার পরিধি গতবারের চেয়ে বেড়েছে, বেড়েছে স্টল, বেড়েছে সময়ও। প্রকাশক, লেখক ও পাঠকের পদচারণায় মুখর থাকবে পুরো মাস। মেলা বিকেল ৩টা থেকে রাত ৯টা অবধি চলবে, তবে শুক্র ও শনিবার মেলা শুরু হবে বেলা ১১টায়, চলবে রাত ৯টা অবধি। মাঝে নামাজ ও দুপুরের খাবারের জন্য থাকবে এক ঘণ্টার বিরতি।

 

সরজমিনে ঘুরে দেখা গেছে এখনও অনেক স্টলের সজ্জার কাজ চলছে। এমনকি বাংলা একাডেমির তথ্যকেন্দ্র পর্যন্ত তৈরির কাজ চলছে; কাজ চলছে লিটলম্যাগ চত্বরের স্টলসহ বিভিন্ন প্রতিষ্ঠানের স্টলে। বেশির ভাগ স্টলে নতুন বই আসেনি এখনো। শুরুর দিন উপস্থিতি কম হলেও ক্রমে তা বাড়বে বলে মনে করছেন প্রকাশকরা।

 

একাডেমির প্রাঙ্গণে সরকারি, আধা সরকারি, সায়ত্বশাসিত প্রতিষ্ঠানসহ বিভিন্ন সাংস্কৃতিক-সামাজিক-গণমাধ্যম প্রতিষ্ঠানের স্টল রয়েছে। মেলামঞ্চে প্রতিদিন থাকছে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সোহরাওয়ার্দী উদ্যানে সৃজনশীল পুস্তক প্রকাশনা সংস্থাগুলোকে স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। বাংলা একাডেমি প্রাঙ্গণ এবং সোহরাওয়ার্দী উদ্যানের প্রায় ৫ লাখ বর্গফুটজুড়ে এই মেলা অনুষ্ঠিত হচ্ছে। একাডেমি প্রাঙ্গণে ৯২টি প্রতিষ্ঠানকে ১৩৬টি এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৩৬৩টি প্রতিষ্ঠানকে ৫৮৩টি ইউনিট; মোট ৪৫৫টি প্রতিষ্ঠানকে ৭১৯টি ইউনিট এবং বাংলা একাডেমিসহ ২৪টি প্রকাশনা প্রতিষ্ঠানকে মোট ১৫ হাজার ৫৩৬ বর্গফুট আয়তনের ২৫টি প্যাভিলিয়ন বরাদ্দ দেয়া হয়েছে। ১৩৬টি লিটল ম্যাগাজিনকে লিটল ম্যাগাজিন কর্নারে স্টল বরাদ্দ দেয়া হয়েছে।



একাডেমি প্রাঙ্গণ এবং সোহরাওয়ার্দী উদ্যানে বাংলা একাডেমির ১টি প্যাভিলিয়ন, ৪ ইউনিটের ২টি, একাডেমির শিশু-কিশোর উপযোগী বইয়ের জন্য ১টি এবং একাডেমির সাহিত্য মাসিক ‘উত্তরাধিকার’-এর ১টি স্টল আছে। শিশুচত্বর মেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশে রয়েছে। 

 

ছোট প্রকাশনা সংস্থা ও ব্যক্তি উদ্যোগে যারা বই প্রকাশ করেছেন, তাদের বই বিক্রি ও প্রদর্শনের জন্য জাতীয় গ্রন্থকেন্দ্রের স্টলে রাখা যাবে। মেলায় বাংলা একাডেমির বই ৩০ শতাংশ আর অন্যান্য প্রকাশকের বই ২৫ শতাংশ কমিশনে বিক্রি হবে। তবে বিকাশ এর মাধ্যমে কেনাকাটা করলে আরও ৫ থেকে ১০ শতাংশ বেশি ছাড় পেতে পাবেন ক্রেতা। এক প্রকাশনীর বই অন্য প্রকাশনার স্টল থেকে বিক্রির নিষেধাজ্ঞা এবারও বহাল থাকছে। বহাল থাকছে নোট বই ও পাইরেটেড বই বিক্রি রোধে টাস্কফোর্সের নজরদারি। মেলার ইভেন্ট ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে নিরাপদ ইভেন্টস।