ঢাকা, মঙ্গলবার ২৩, ডিসেম্বর ২০২৫ ৪:১১:৫১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

করোনায় ফের মৃত্যুশূন্য দেশ, শনাক্ত এক শতাংশের নিচে

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:০৮ পিএম, ১৯ মার্চ ২০২২ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

গত একদিনে সারাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এর আগে গত মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার করোনায় মৃত্যুশূন্য দিন দেখেছিল বাংলাদেশ। গতকাল শুক্রবার ভাইরাসটিতে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়।

গত একদিনে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৬২ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫০ হাজার ৫২৭ জনে।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত একদিনে ৭ হাজার ৩৭২টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৭ হাজার ৪৫১টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৮৩ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের ১৪ দশমিক ২৩ শতাংশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ১৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৬৯ হাজার ৬৩৪ জন।