নারী সাংবাদিকদের অভিজ্ঞতা নিয়ে সভা ও প্রদর্শনী
অনলাইন ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১০:২৮ পিএম, ১৯ মার্চ ২০২২ শনিবার
সংগৃহীত ছবি
রাজধানীর দৃক গ্যালারীতে শুরু হয়েছে দুদিনব্যাপী নারী সাংবাদিকদের অভিজ্ঞতা নিয়ে আলোচনা সভা ও প্রদর্শনী। আজ শনিবার ১৯ মার্চ প্রদর্শনী উদ্বোধন করা হয়।
দৃক গত অক্টোবরে ‘বাংলাদেশে সাংবাদিকতা: নারী সাংবাদিকদের অভিজ্ঞতা’ নিয়ে একটি গবেষণা কাজের উদ্বোগ নিয়েছে। এ গবেষণার অংশ হিসেবে ঢাকাসহ দেশের সকল বিভাগীয় শহরে নারী সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে, শুনেছে তাদের দৈনন্দিন অভিজ্ঞতা, পেশাগত সাফল্য এবং সংগ্রামের গল্প।
এ কাজের উপর ভিত্তি করে দৃক পিকচার লাইব্রেরি ‘বাংলাদেশে নারী সাংবাদিকতা: ইতিহাস ও অভিজ্ঞতা’ শিরোনামে রাজধানীর পান্থপথের দৃক গ্যালারিতে এ প্রদর্শনীর আয়োজন করেছে।
শহীদ সাংবাদিক সেলিনা পারভীনকে উৎসর্গ করা হয়েছে এ প্রদর্শনী। উদ্বোধনী আয়োজনে তার ভাই শাহাবুদ্দিন শেলীসহ পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। নারী সাংবাদিকদের মধ্যে আরও ছিলেন বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাসিমুন আরা হক এবং অগ্রজ নারী সাংবাদিক শিরিনা আফরোজ, বিলকিস সুমি, রোজিনা ইসলাম ।
একই সঙ্গে আগামীকাল রোববার দৃকপাঠ ভবনে নারী সাংবাদিকদের সম্মেলন আয়োজন করা হয়েছে। এই সম্মেলনের মূল লক্ষ্য হলো সারা দেশে নারী সাংবাদিকদের মধ্যে যোগাযোগকে শক্তিশালী করা এবং সমষ্টিগতভাবে নারী সাংবাদিকদের দাবী নিয়ে আলোচনাকে জোরদার করা।
করোনার সকল স্বাস্থ্যবিধি মেনে প্রদর্শনী সকলের জন্য উন্মুক্ত থাকবে আগামী ৩১ মার্চ পর্যন্ত। প্রতিদিন বিকেল ৩টা থেকে ৯টা পর্যন্ত প্রদর্শনী চলবে।
