ঢাকা, রবিবার ০৭, ডিসেম্বর ২০২৫ ৫:২৬:২১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

মতিঝিলে লিফটে আটকেপড়া ব্যাংক কর্মকর্তাকে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩৮ পিএম, ২০ মার্চ ২০২২ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

রাজধানীর দিলকুশায় মতিঝিল বোরাক সেন্টারে লিফটে আটকেপড়া এক নারীকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স। উদ্ধার করা ওই নারীর নাম ইলোরা পাল (৩৯)। তিনি সোনালী ব্যাংকের কর্মকর্তা। আজ রোববার (২০ মার্চ) ফায়ার সার্ভিসের মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করা হয়।

জানানো হয়, আজ সকাল ১০টার দিকে ফায়ার সার্ভিসের কাছে খবর আসে দিলকুশা এলাকার মতিঝিল বোরাক সেন্টারের লিফটে ইলোরা পাল নামে এক নারী আটকে পড়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি উদ্ধার টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকারী দলটি দ্রুত সময়ে নিরাপদে উদ্ধার করে লিফটে আটকেপড়া ইলোরা পালকে। সকাল সাড়ে ১০টার দিকে ওই নারীকে উদ্ধার করা হয়।

উদ্ধারের পর ইলোরা পাল বলেন, লিফটে আটকে থাকার সময়টি খুবই আতঙ্কে কেটেছে। মনে হচ্ছিল আর জীবিত ফিরতে পারব না। দ্রুততম সময়ের মধ্যে নিরাপদে উদ্ধার করায় ফায়ার সার্ভিসের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি।