রাজধানীর কল্যাণপুরে বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৯:৫২ পিএম, ২০ মার্চ ২০২২ রবিবার
ফাইল ছবি
রাজধানীর কল্যাণপুরের নতুনবাজার বেলতলা বস্তিতে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট।
রোববার (২০ মার্চ) রাত ৮টা ৪৫ মিনিটের দিকে আগুনের সূত্রপাত বলে জানা গেছে।
রাত সাড়ে ৯টার দিকে এ তথ্য নিশ্চিত করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের ডিউটি অফিসার মো. রাফি আল ফারুক।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, তাদের বেশ কয়েকটি ইউনিট যানজটের কারণে রাস্তায় আটকা পড়েছে।
