ঢাকা, শুক্রবার ১৯, ডিসেম্বর ২০২৫ ২১:৪৩:৫০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

নারী বিশ্বকাপ: নিগারদের অনুপ্রেরণা এশিয়া কাপের দুই জয়

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:৪৯ পিএম, ২১ মার্চ ২০২২ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

নারী বিশ্বকাপে পঞ্চম ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। মঙ্গলবার সকাল ৭টায় শক্তিশালী ভারতের মুখোমুখি হবে টাইগ্রেসরা। প্রতিপক্ষ কঠিন হলেও এই মুহূর্তে হারাবার কিছু নেই বাংলাদেশের সামনে।

গত চার ম্যাচের তিনটি হারলেও প্রতিপক্ষকে ভয় ধরিয়ে দিয়েছিল টাইগ্রেসরা। পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপের প্রথম জয় তুলে নেয়া বাংলাদেশ সবশেষ ম্যাচে উইন্ডিজের কাছে হারে মাত্র ৪ রানে।

এবার ভারতের মুখোমুখি হবার আগে অতীতকে অনুপ্রেরণা হিসেবে কাজে লাগাতে চান অধিনায়ক নিগার সুলতানা জ্যৌতি। কেন না চার বছর আগে ২০১৮ এশিয়া কাপের প্রাথমিক পর্বে ভারতকে ৭ উইকেটে হারানোর পর ফাইনালে জয় পায় ৩ উইকেটে। যদিও সেটা ছিল টি-টোয়েন্টি ফরম্যাটের।

নিগার বলেছেন, ‘ভারতের বিপক্ষে আমাদের টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতাই বেশি। ওদের বিপক্ষে ভালো রেকর্ড আছে। ২০১৮ সালে এশিয়া কাপ জেতার পরে ওদের বিপক্ষে খেললে সব সময় অন্যরকম আমেজ বিরাজ করে। অনেক অভিজ্ঞ খেলোয়াড় আমাদের দলে আছে যারা তাদের সঙ্গে খেলেছে।’

টি-টোয়েন্টিতে জয় পেলেও ওয়ানডেতে এখন পর্যন্ত চার বারের দেখায় হেরেছে সব বার। তবে সাম্প্রতিক পারফরম্যান্স আত্মবিশ্বাস যোগাচ্ছে নিগারকে।

‘আমরা গত তিনটা ম্যাচের কথা চিন্তা করছি না। আগামীকাল যে ম্যাচ ভারতের বিপক্ষে সেটা নিয়ে চিন্তা করছি। অবশ্য ভারত এশিয়ার ভেতরে একটা বড় শক্তি। সব বিভাগ মিলিয়ে ভালো খেলার চেষ্টা করব।’