জবিতে বহিষ্কার ১৬ শিক্ষার্থী
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৮:৩১ পিএম, ২১ মার্চ ২০২২ সোমবার
ফাইল ছবি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ১৬ শিক্ষার্থীকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ছাড়াও চারজনের পরীক্ষা বাতিল করা হয়েছে। শৃঙ্খলা ভঙ্গের দায়ে সাময়িক এ বহিষ্কার করেছে।
রোববার (২০ মার্চ) বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ডের এক সভায় এ সিদ্ধান্ত হয়। একই সভায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবু মুসা আনসারীর বিরুদ্ধে থাকা সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।
সাময়িক বহিষ্কারপ্রাপ্ত ১৬ জনের মধ্যে নৃবিজ্ঞান বিভাগের একজন, সংগীতের একজন, ইংরেজির একজন, ইতিহাসের একজন (তিন সেমিস্টার বহিষ্কার), ইসলামের ইতিহাস ও সংস্কৃতির একজন, রসায়নের তিনজন, হিসাববিজ্ঞানের চারজন ও পরিসংখ্যানের চারজন শিক্ষার্থী রয়েছেন। অপরদিকে, মনোবিজ্ঞান বিভাগের দুইজনের এক সেমিস্টার শাস্তি মওকুফ করা হলেও আরেক সেমিস্টারের সব তত্ত্বীয় পরীক্ষা বাতিল করা হয়েছে। ইতিহাস ও পরিসংখ্যানের একজন অসাধু উপায় অবলম্বন করায় তাদের সংশ্লিষ্ট কোর্স পরীক্ষা বাতিল করা হয়েছে।
পরীক্ষা নিয়ন্ত্রক কর্মকর্তা এ কে এম আক্তারুজ্জামান বহিষ্কারের সিদ্ধান্ত নিশ্চিত করেছেন।
এর আগে গত ৯ মার্চ শৃঙ্খলা বোর্ডের আহ্বায়ক উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক ও সদস্য সচিব প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামালসহ কমিটির নয় সদস্যের উপস্থিতিতে ৫৮তম সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রাথমিকভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে ১৪ মার্চ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিংয়ে সিদ্ধান্তটি পাস হয়।
প্রত্যেক বিভাগে এ বিষয়ে শিক্ষার্থীদের নোটিশ পাঠানো হবে। তারপর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে সবার নামের তালিকা প্রকাশ করা হবে।
