ঢাকা, শনিবার ০৬, ডিসেম্বর ২০২৫ ৩:০৭:৪৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

রুশদের মুখ খোলার অনুরোধ যুদ্ধের প্রতিবাদকারী সেই সাংবাদিকের

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:১২ পিএম, ২১ মার্চ ২০২২ সোমবার

(ফাইল ছবি) রাশিয়ার রাষ্ট্রীয় সম্প্রচারকারী চ্যানেল ওয়ানের সম্পাদক মারিনা ওভস্যানিকোভা।  ছবি: এএফপি। 

(ফাইল ছবি) রাশিয়ার রাষ্ট্রীয় সম্প্রচারকারী চ্যানেল ওয়ানের সম্পাদক মারিনা ওভস্যানিকোভা। ছবি: এএফপি। 

রাশিয়ার একটি রাষ্ট্রীয় টেলিভিশনে সংবাদ সম্প্রচারের সময় ইউক্রেনে রুশ আক্রমণের প্রতিবাদকারী টেলিভিশন সম্পাদক, রবিবার অন্যান্য রাশিয়ানদেরও এই ‘ভয়াবহ যুদ্ধের’ বিরুদ্ধে কথা বলার আহ্বান জানিয়েছেন।

মস্কোতে চ্যানেল ওয়ান টেলিভিশনে কাজ করার সময়, মেরিনা ওভস্যানিকোভা নামের ওই সম্পাদক সোমবার সন্ধ্যায় সরাসরি সম্প্রচারিত একটি সংবাদের সেটে প্রবেশ করেন এবং সংবাদ পাঠকের পেছনে ‘যুদ্ধ নয়’ লেখা একটি পোস্টার তুলে ধরেন।

এই ঘটনার পর তাকে আটক করা হয়। পরে ৩০,০০০ রুবল (ডলার) জরিমানা করে ছেড়ে দেওয়া হয়। পরবর্তীতে তাকে বিচারের মুখোমুখি করা হতে পারে। ফরাসি সরকার তাকে রাজনৈতিক আশ্রয়ের প্রস্তাব দিলে তিনি তা প্রত্যাখ্যান করেন।

তিনি এবিসি নিউজের ‘দিস উইক’ প্রোগ্রামে যোগ দিয়ে বলেন, ‘আমাদের রাষ্ট্রীয় চ্যানেলগুলিতে প্রচারিত খবরগুলি খুব বেশি মাত্রায় বিকৃত এবং রাশিয়ার রাজনীতিতে ক্রমাগত যে বল প্রয়োগ করা হচ্ছে, তাতে আমরা আর উদাসীন থাকতে পারছিলাম না’।

তিনি বলেন, ‘এটা হয়তো কিছু লোককে যুদ্ধের বিরুদ্ধে কথা বলতে উদ্বুদ্ধ করবে’।

একজন সংবাদ পাঠকের পিছনে তিনি যে পোস্টারটি ধরেছিলেন, তাতে লেখা ছিল, ‘যুদ্ধ বন্ধ করুন। অপপ্রচারে বিশ্বাস করবেন না। তারা এখানে আপনাকে মিথ্যা বলছে’।