দুই নারীকে সম্মাননা জানালো ইনার হুইল ক্লাব
অনলাইন ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১২:৫৫ পিএম, ২৪ মার্চ ২০২২ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
আন্তর্জাতিক নারী দিবস-২০২২ উপলক্ষে দেশের দু‘জন আলোকিত নারীকে সম্মাননা জানালো ইনার হুইল ক্লাব অব রমনা গ্রীন, ডিস্ট্রিক-৩৪৫।
গত ১৯ মার্চ রাজধানীর একটি অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা এবং সম্মাননা প্রদান অনুষ্ঠানে দেশের প্রথম তথ্যপ্রযুক্তিবিদ নারী, ইনার হুইল রমনা গ্রীনের চার্টার্ড প্রেসিডেন্ট মরহুম খন্দকার আফরোজা বেগমকে মরোনোত্তর সম্মাননা এবং নাট্যকার, প্রাবন্ধিক ও শিক্ষাবিদ ড. মাহফুজা হিলালীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইনার হুইল, ডিস্ট্রিক্ট ৩৪৫-এর চেয়ারম্যান এঞ্জেলা বৈশাখী মেন্ডিস। সভাপতিত্ব করেন ইনার হুইল রমনা গ্রীনের প্রেসিডেন্ট ইসরাত জাহান।
উল্লেখ্য, ইনার হুইল একটি আন্তর্জাতিক নারী সংগঠন। যারা বিশেষ করে নারীদের স্বেচ্ছাসেবা দিয়ে থাকে। এটি আন্তর্জাতিক রোটারির একটি অঙ্গ সংগঠন এবং রমনা গ্রীন ইনার হুইল ডিস্ট্রিক্ট ৩৪৫-এর একটি ক্লাব ।
