ঢাকা, শনিবার ০৬, ডিসেম্বর ২০২৫ ৩:০৭:৪৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

কিয়েভে রুশ হামলায় প্রাণ গেল রুশ নারী সাংবাদিকের

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:০৬ পিএম, ২৪ মার্চ ২০২২ বৃহস্পতিবার

রুশ নারী সাংবাদিক ওকসানা বাউলিনা। ছবি: সংগৃহীত

রুশ নারী সাংবাদিক ওকসানা বাউলিনা। ছবি: সংগৃহীত

ইউক্রেনের রাজধানী কিয়েভে রুশ হামলায় ধ্বংসযজ্ঞের খবর সংগ্রহ করতে গিয়ে গোলাবর্ষণে রুশ নারী সাংবাদিক ওকসানা বাউলিনা নিহত হয়েছেন। রাশিয়ার একটি স্বতন্ত্র সংবাদমাধ্যম দ্য ইনসাইডার-এ কর্মরত ছিলেন তিনি। আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

দ্য ইনসাইডার জানায়, রাজধানীর পোদিল জেলায় রুশ বাহিনীর গোলাবর্ষণে সৃষ্ট ধ্বংসযজ্ঞের ভিডিও ধারণের সময় নিহত হন ওকসানা।

প্যারিসভিত্তিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ) এক টুইটে বলেছে, ইউক্রেনের কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলায় রুশ সাংবাদিক ওকসানা বাউলিনা নিহত হয়েছেন। তিনি রাশিয়ার অনুসন্ধানী একটি সাইটের সাংবাদিক ছিলেন। সাংবাদিকেরা অবশ্যই যুদ্ধের লক্ষ্যবস্তু হওয়া উচিত নয়।
 
বিবিসি জানিয়েছে, রাশিয়ার বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনির সঙ্গে তার ইউটিউব চ্যানেলে কয়েক বছর কাজ করার পর ওকসানাকে রাশিয়া ছাড়তে হয়।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার পাশাপাশি দক্ষিণ, পূর্ব ও উত্তর তিন দিক থেকে ইউক্রেনে ঢুকে পড়ে রুশ বাহিনী। রাজধানী কিয়েভের তিন দিক ঘিরে অগ্রসর হওয়ার চেষ্টা করছে তারা। তবে ইউক্রেনীয় বাহিনীর প্রতিরোধ ও পাল্টা হামলার কারণে সামনে এগোতে তাদের বেগ পেতে হচ্ছে।