শনিবার ঢাকা-সাভার যান চলাচলে মানতে হবে যেসব নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১০:২৯ এএম, ২৫ মার্চ ২০২২ শুক্রবার
ফাইল ছবি
২৬ মার্চ, (শনিবার) মহান স্বাধীনতা দিবস। জাতীয় দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের জন্য পুষ্পাঞ্জলি অর্পণ করবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদের সদস্য, অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তি, রাজনৈতিক নেতা, কূটনীতিক ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন। তাই শনিবার ঢাকা-সাভার সড়কে যান চলাচলে নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ।
বৃহস্পতিবার ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সুষ্ঠু গমনাগমন নিশ্চিত করতে সেদিন ভোররাত ৪টা থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত ঢাকা থেকে সাভার জাতীয় স্মৃতিসৌধে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে।
এ জন্য বাস, মিনিবাস, ট্রাক, লরিসহ বড় গাড়ির চালক বা ব্যবহারকারীকে বিকল্প সড়কে ব্যবহারের জন্য অনুরোধ করা হয়েছে।
