ঢাকা, মঙ্গলবার ২৩, ডিসেম্বর ২০২৫ ১১:১৩:২২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

এখনই কোর্টে ফেরা হচ্ছে না সানিয়ার

খেলাধুলা ডেস্ক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ১১:৫২ এএম, ৫ ফেব্রুয়ারি ২০১৮ সোমবার | আপডেট: ০২:৩৮ পিএম, ৫ ফেব্রুয়ারি ২০১৮ সোমবার

হাঁটুর চোটে গত বছর অক্টোবর থেকে কোর্টের বাইরে রয়েছেন ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা৷ চলতি মওশুমের অস্ট্রেলিয়ান ওপেন থেকে সরে দাঁড়াতে হয়েছিল এই চোটের জন্যই৷ আশা করা গিয়েছিল ফরাসি ওপেনের আগেই চোট সারিয়ে পেশাদার সার্কিটে ফিরে আসতে পারবেন৷ তবে সেই সম্ভাবনাও ক্রমশ কমছে ৷ এক টেনিস প্রোগামে যোগ দিয়ে সানিয়া নিজেই জানালেন, আরও অন্তত দু’মাস সময় লাগবে তার চোট সারিয়ে কোর্টে ফিরতে৷

 

দু’মাস পরেও যে প্রতিযোগীতামূলক টেনিসে ফিরে আসতে পারবেন, তারও কোনও নিশ্চয়তা নেই৷ ছ’বারের গ্র্যান্ড স্ল্যামজয়ীর কথায় সেই ইঙ্গিত পাওয়া যায়৷ তিনি বলেন, ‘চোট সারতে আরও দু’মাস সময় লাগবে৷ অন্তত দু’মাস কোর্টের বাইরে থাকতেই হবে৷ অস্ত্রোপচার করলেও পুরোপুরি সুস্থ হয়ে উঠব, এমন কোনও নিশ্চয়তা নেই৷ বিষয়টা যন্ত্রণার সঙ্গে আপোশ করার৷ আমাকে সেটা করতেই হবে৷’

 

সানিয়া আরও জানান যে, চোট সারানোর প্রক্রিয়া মেনে নেওয়া গেলেও আবশ্যক বিশ্রামের প্রসঙ্গটাই বেশি হতাশার৷ সানিয়ার কথায়, ‘মানসিক দিকটার সঙ্গে মানিয়ে নেওয়া খুবই কঠিন৷ ঘরে বসে অস্ট্রেলিয়ান ওপেন দেখছি, অথচ আমি খেলছি না, এই বিষয়টাই হতাশার৷ আসলে বিশ্রাম নেওয়ার বাধ্যবাধকতা মেনে নেওয়া কঠিন৷ কেউ স্বেচ্ছায় অবসর নিলে প্রসঙ্গ আলাদা হতে পারে, তবে চোটের জন্য বাধ্য হয়ে খেলা থেকে দূরে থাকা কঠিন৷’