ঢাকা, শুক্রবার ১৯, ডিসেম্বর ২০২৫ ৮:৩৮:৫৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ভারতকে হারিয়েও চ্যাম্পিয়ন হতে পারল না বাংলাদেশ

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:২৭ পিএম, ২৬ মার্চ ২০২২ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

রেফারির শেষ বাঁশি। জামশেদপুর স্টেডিয়ামে আনন্দ করছেন ভারতের ফুটবলাররা। বাংলাদেশের রিপা, শামসুন্নাহাররা ম্যাচ জেতার পরেও বিমর্ষ। কেউ জার্সিতে চোখের পানি মুছছেন, কেউ মাঠে বসে পড়ে কাঁদছেন। টুর্নামেন্টের নিয়মের গ্যাড়াকলে ভারত চ্যাম্পিয়ন আর বাংলাদেশ রানার্স আপ। 

বাংলাদেশকে সাফ অ-১৮ নারী চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হতে হলে স্বাগতিক ভারতকে ২ গোলের ব্যবধানে হারাতে হতো। বাংলাদেশ ১-০ গোলে হারিয়েছে। এক গোলের ব্যবধানে হারানোয় চার ম্যাচ শেষে বাংলাদেশ ও ভারতের উভয়ের সমান নয় পয়েন্ট। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী আগে হেড টু হেড দেখা হয়েছে। হেড টু হেডে দুই দলই একে অপরকে ১-০ করে হারিয়েছে একবার করে।

শিরোপা নির্ধারণের জন্য পরের ধাপে দেখা হয়েছে গ্রুপের গোল ব্যবধান। যেখানে চার ম্যাচে ভারতের গোল ব্যবধান ১২ আর সেখানে বাংলাদেশের মাত্র ৩। নেপালের বিপক্ষে ভারত দুই ম্যাচে গোল করেছিল বেশি। শেষমেশ সেটাই হয়ে গেল শিরোপার নির্ণায়ক। সেখানে বাংলাদেশ নেপালের বিপক্ষে দুই ম্যাচে করেছিল ৬ গোল, হজম করেছিল তিনটি গোল। 

আজ ম্যাচের শুরু থেকে বাংলাদেশ আক্রমণাত্মক ছিল। সেখানে ভারত ছিল অনেকটাই রক্ষণাত্মক। প্রথমার্ধে দুই দলের কেউই গোল করতে পারেনি। ৭৪ মিনিটে এক সংঘবদ্ধ আক্রমণে আকলিমা আক্তার বক্সের মধ্যে থেকে কোণাকুণি শটে গোল করে লিড এনে দেন দলকে। এতে বাংলাদেশের শিরোপা স্বপ্ন জাগে। ম্যাচের বাকি সময় বাংলাদেশ গোলের চেষ্টা করেছে বেশ কয়েকটি। শেষ পর্যন্ত গোল আর না হওয়ায় স্বাগতিক ভারত চ্যাম্পিয়নের উল্লাস করে। 

গত ডিসেম্বরে বাংলাদেশে অনুষ্ঠিত সাফ অ-১৯ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল। সেই টুর্নামেন্টে বাংলাদেশ অপরাজিত চ্যাম্পিয়ন ছিল। এই টুর্নামেন্টে ভারত গোল ব্যবধানে শিরোপা জিতল।