শেষ রক্ষা হলো না সিন্ধুর
খেলাধুলা ডেস্ক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০২:৩৮ পিএম, ৫ ফেব্রুয়ারি ২০১৮ সোমবার | আপডেট: ১১:৫৫ পিএম, ৬ ফেব্রুয়ারি ২০১৮ মঙ্গলবার
শেষ রক্ষা হলো না৷ উত্তেজক ফাইনালে তিন গেমের লড়াই শেষে হার মানলেন পিভি সিন্ধু৷ ফলে ইন্ডিয়া ওপেন ব্যাডমিন্টনে রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হল গতবারের চ্যাম্পয়ন সিন্ধুকে৷
ফাইনালে সিন্ধুর প্রতিপক্ষ ছিলেন মার্কিন তারকা বেইওয়েন ঝ্যাং, যাঁর বিশ্বব়্যাংকিং এই মুহূর্তে ১১৷ কোয়ার্টার ফাইনালে পঞ্চম বাছাই ঝ্যাংই ছিটকে দিয়েছিলেন দু’বারের চ্যাম্পিয়ন সাইনা নেহওয়ালকে৷
ফাইনালের আগে সিন্ধুর সঙ্গে মুখোমুখি লড়াইয়ে ৩-১ ব্যবধানে পিছিয়ে ছিলেন ঝ্যাং৷ ইন্ডিয়া ওপেন চ্যাম্পিয়ন হওয়ার পর ব্যবধান কমিয়ে ৩-২ করলেন মার্কিন শাটলার৷ খেতাবি লড়াইয়ে শুরু থেকেই আগ্রাসি ছিলেন বেইওয়েন৷ রিও অলিম্পিকের রুপোজয়ী সিন্ধুকে প্রথম গেমে ২১-১৮ ব্যবধানে পরাজিত করেন তিনি৷ ১১-২১ পয়েন্টে দ্বিতীয় গেম জিতে ম্যাচে সমতা ফেরান পিভি৷
নির্নায়ক গেমে একসময় ম্যাচ পয়েন্টে দাঁড়িয়ে থাকা সিন্ধু স্নায়ুর উপর নিয়ন্ত্রণ রাখতে ব্যর্থ হন৷ সেই সুযোগে বেইওয়েন তৃতীয় গেমের দখল নেন ২২-২০ ব্যবধানে এবং একই সঙ্গে চ্যাম্পিয়নের মুকুট ছিনিয়ে নেন পুসারলা সিন্ধুর কাছ থেকে৷
