ঢাকা, শনিবার ২০, ডিসেম্বর ২০২৫ ৩:০৯:৪৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বেনাপোল বন্দরে দু`পক্ষের সংঘর্ষ, পণ্য ওঠানামা বন্ধ

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৩৭ পিএম, ২৮ মার্চ ২০২২ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বেনাপোল স্থলবন্দরে দুই পক্ষের মধ্যে ব্যাপক বোমাবাজি ও গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। এ সময় প্রায় ১০ জন আহত হয়েছেন।

সোমবার (২৮ মার্চ) সকাল ১০টার দিকে হঠাৎ করেই এ ঘটনা ঘটে। এ সময় দুই ঘণ্টারও বেশি সময় ধরে চলার পর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার চেষ্টা করে। নাভারণ সার্কেল এএসপি জুয়েল ইমরান জানান, এখন পর্যন্ত ৭০টির মতো বোমা বিস্ফোরণ করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে কাজ করছে পুলিশ। ঘটনার পর বেনাপোল স্থলবন্দরে পণ্য ওঠানামা বন্ধ রয়েছে।