ঢাকা, শনিবার ২৭, ডিসেম্বর ২০২৫ ১:৫১:৪০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

আজ দেশে ফিরেছেন স্পিকার

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ১০:১২ পিএম, ৬ ফেব্রুয়ারি ২০১৮ মঙ্গলবার | আপডেট: ১০:০৬ পিএম, ৯ ফেব্রুয়ারি ২০১৮ শুক্রবার

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী জাতিসংঘ সদর দপ্তরে ‘কমিশন ফর স্যোশাল ডেভোলপমেন্ট’ এর ৫৬তম অধিবেশন শেষে আজ মঙ্গলবার দেশে ফিরেছেন।

বয়স্ক জনগোষ্ঠীর জন্য ২০০২ সালে গৃহীত মাদ্রিদ ইন্টারন্যাশনাল প্ল্যান অব অ্যাকশান এর তৃতীয় রিভিউ ও অ্যাপরাইজালের আঞ্চলিক ফলাফলের ওপর গ্লোবাল রিভিউসংক্রান্ত উচ্চ পর্যায়ের এক আলোচনা সভায় অংশগ্রহণ শেষে তিনি দেশে ফেরেন।

উচ্চ পর্যায়ের এই আলোচনা সভায় তিনি এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রতিনিধিত্ব করেন। সফরকালে তিনি জাতিসংঘ সদরদপ্তরে সংগঠনটির অর্থনৈতিক ও সামাজিক বিভাগের (ডেসা) আন্ডার সেক্রেটারি জেনারেল জেনমিন লিউর সঙ্গে বৈঠক করেন।

স্পিকারকে অভ্যর্থনা জানাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. মো. আবদুর রব হাওলাদারসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।