ঢাকা, শনিবার ০৬, ডিসেম্বর ২০২৫ ৩:১০:২৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ডিইউজের সভাপতি সোহেল সম্পাদক আক্তার

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:১৬ পিএম, ২৯ মার্চ ২০২২ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) নিবার্চনে ২০২২-২৩ মেয়াদে সভাপতি পদে সোহেল হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক পদে আক্তার হোসেন জয় লাভ করেছেন। নির্বাচনে সোহেল হায়দার চৌধুরী ৭২৪ ভোট ও সাধারণ সম্পাদক পদে আক্তার হোসেন ৭৩৬ ভোট পেয়েছেন।

মঙ্গলবার (২৯ মার্চ) রাত ৮টা ৫ মিনিটে জাতীয় প্রেস ক্লাবের মিলনায়তনে এ ঘোষণা দেন প্রধান নির্বাচন কমিশনার মনজুরুল আহসান বুলবুল।

এছাড়া নির্বাচনে সিনিয়র সহ-সভাপতি পদে ৬৭৩ ভোট পেয়ে এম এ কুদ্দুস, ৫৩৫ ভোট পেয়ে সহ-সভাপতি পদে মানিক লাল ঘোষ, ৬৫৫ ভোট পেয়ে যুগ্ম সম্পাদক পদে খায়রুল আলম, ৭২৯ ভোট পেয়ে কোষাধ্যক্ষ পদে আশরাফুল ইসলাম, ৮৬৪ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক পদে জিহাদুর রহমান জিহাদ, ১ হাজার ৫৯ ভোট পেয়ে আইন বিষয়ক সম্পাদক পদে এস এম সাইফ আলী, ৭৬৮ ভোট পেয়ে প্রচার ও প্রকাশনা সম্পাদক রাজু হামিদ, ৭২০ ভোট পেয়ে দপ্তর সম্পাদক পদে আমানউল্লাহ আমান, ৭৬৪ ভোট পেয়ে কল্যাণ সম্পাদক পদে জুবায়ের রহমান চৌধুরী, ৮৮১ ভোট পেয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে শাকিলা পারভিন, ৭০৫ ভোট পেয়ে নারী বিষয়ক সম্পাদক পদে সুরাইয়া অনু নির্বাচিত হয়েছেন।

সদস্য পদে মুজিব মাসুদ ৬৭৫ ভোট, দুলাল খান ৬৪৪ ভোট, ইব্রাহিম খলিল খোকন ৬২৪ ভোট, আসাদুর রহমান ৬০৭ ভোট, সলিম উল্লাহ সেলিম ৬০৬ ভোট, আনোয়ার হোসেন ৫৯২ ভোট, মহিউদ্দিন পলাশ ৫৪৫ ভোট ও রেহানা পারভীন ৪৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার সকাল ৭টা থেকেই প্রেস ক্লাব প্রাঙ্গণে বিভিন্ন পদের প্রার্থী ও তাদের সমর্থকদের সরব উপস্থিতি দেখা গেছে। সময় যত গড়াচ্ছিল ভোটারদের আনাগোনাও তত বাড়ছিল। ভোটারদের কাছে আন্তরিকতার সঙ্গে ভোট চান প্রার্থী ও সমর্থকরা। এছাড়া পুরো প্রেস ক্লাব এলাকা প্রার্থীদের ব্যানার ফেস্টুনে ভরে গেছে।

নির্বাচনে বয়স্ক, নারী ও অসুস্থ ভোটারদের ভোটদানের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এছাড়া ভোট চলাকালে প্রেস ক্লাব চত্বরে বহিরাগতদের প্রবেশে কড়াকড়ি, ভোটকেন্দ্রে মোবাইল ফোন না আনা, পরিচয়পত্র ও এনআইডি সঙ্গে আনাসহ ১৪টি আচরণবিধির কথা আগেই জানিয়েছিল নির্বাচন পরিচালনা কমিটি।

এবারের নির্বাচনে ২১টি পদের বিপরীতে ৩টি প্যানেলে মোট ৭১ জন প্রার্থী লড়ছেন। প্যানেল ৩টি হচ্ছে— কুদ্দুস আফ্রাদ-গাজী জহিরুল ইসলাম পরিষদ, সাজ্জাদ আলম খান তপু-আকতার হোসেন পরিষদ, সোহেল হায়দার চৌধুরী-মেহেদী হাসান পরিষদ। এই ৩ পরিষদে মোট প্রার্থী ৬১ জন ছাড়াও স্বতন্ত্র প্রার্থী ছিলেন ১০ জন।