ঢাকা, রবিবার ২১, ডিসেম্বর ২০২৫ ২২:২৪:৫৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

আবৃত্তিশিল্পী হাসান আরিফের মৃত্যুতে স্পিকারের শোক

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২৫ পিএম, ২ এপ্রিল ২০২২ শনিবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বিশিষ্ট আবৃত্তি শিল্পী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

আজ শনিবার এক শোক বার্তায় স্পিকার মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। 

উল্লেখ্য, রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুর প্রায় দুইটার দিকে মৃত্যু হয় হাসান আরিফের।  তার বয়স হয়েছিল ৫৬ বছর। 

বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাবেক সাধারণ সম্পাদক হাসান আরিফ নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে দেশের গণতান্ত্রিক ও সাংস্কৃতিক আন্দোলনগুলোতে সক্রিয় ছিলেন।