ট্রান্স সলিডারিটি অ্যাওয়ার্ড পেলেন ব্যারিস্টার ফাতিমা আহসান
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০১:২৯ পিএম, ২ এপ্রিল ২০২২ শনিবার
ফাইল ছবি
বাংলাদেশি সংগঠন ‘নো পাসপোর্ট ভয়েস’-এর কো-ফাউন্ডার ব্যারিস্টার ফাতিমা ওয়ারিথা আহসানকে ট্রান্স সলিডারিটি অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। সরল বিশ্বাসে নিবেদিত প্রাণ হয়ে বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের পাশে দাঁড়ানোর জন্য তাকে এ অ্যাওয়ার্ড দেওয়া হয়।
বৃহস্পতিবার (৩১ মার্চ) আন্তর্জাতিক ট্রান্সজেন্ডার দৃশ্যমানতা দিবসে ভারতের কলকাতার ব্রিটিশ ডেপুটি হাইকমিশনের সহযোগিতায় গরিমা গৃহ, এটিএইচবি তাকে এ অ্যাওয়ার্ড প্রদান করে। অনুষ্ঠানে ভারতের ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার নিক ল, চলচ্চিত্র নির্মাতা ও প্রান্তকথার প্রতিষ্ঠাতা বাপ্পাদিত্য মুখার্জি, চলচ্চিত্র নির্মাতা অনিন্দিতা শর্বাধিকারী, তালাশের নির্বাহী পরিচালক আয়েশা সিনহা, নৃত্যশিল্পী এবং বিশিষ্ট সমাজকর্মী অলোকানন্দ রায় উপস্থিত ছিলেন।
অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে ব্যারিস্টার ফাতেমা ওয়ারিথা আহসান দক্ষিণ এশিয়ায় ট্রান্সজেন্ডার দৃশ্যমানতার গুরুত্ব, প্রচারণা ও সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন। তিনি ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের বিভিন্ন বৈষম্য, বাংলাদেশ ও দক্ষিণ এশিয়া জুড়ে আইন প্রণয়ন এবং আইন সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
