টিপ পরায় শিক্ষককে গালির অভিযোগ পুলিশ সদস্যের বিরুদ্ধে
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১২:০১ পিএম, ৩ এপ্রিল ২০২২ রবিবার
ফাইল ছবি
রাজধানীতে টিপ পরায় শিক্ষককে হেনস্তার অভিযোগ উঠেছে এক পুলিশ সদস্যের বিরুদ্ধে। টিপ পরায় ওই শিক্ষিকাকে বাজে গালি দেয়ার পর তার গায়ে মোটরসাইকেলের চাকা তুলে দেয়ার চেষ্টা করা হয়েছে অভিযোগ পাওয়া গেছে।
হেনস্তার শিকার ওই শিক্ষিকা রাজধানীর তেজগাঁও কলেজের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রভাষক লতা সমাদ্দার। এ ঘটনায় শনিবার শেরেবাংলা নগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।
শেরে বাংলা নগর থানার ওসি উৎপল বড়ুয়া বলেন, আমরা ওই ব্যক্তিকে শনাক্ত করার চেষ্টা করছি। সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।
অভিযোগে লতা সমাদ্দার জানিয়েছেন, শনিবার সকাল সোয়া ৮টার দিকে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকার বাসা থেকে রিকশায় ফার্মগেটের আনন্দ সিনেমার সামনে নামেন। সেখান থেকে হেঁটে তেজগাঁও কলেজে কর্মস্থলে যাচ্ছিলেন। তখন সেজান পয়েন্টের সামনে থেমে থাকা একটি মোটরসাইকেলের উপর পুলিশের পোশাক পরা এক ব্যক্তি বসে ছিলেন। ওই মোটরসাইকেলের পাশ দিয়ে যাওয়ার সময়ে ওই ব্যক্তি লতার কপালে টিপ পরা নিয়ে বাজে মন্তব্য করেন।
এক পর্যায়ে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন পুলিশের পোশাক পরা ওই ব্যক্তি। পেছনে ফিরে ঘটনার প্রতিবাদ করায় ফের অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় শিক্ষক লতাকে। তাকে উদ্দেশ্য করে 'টিপ পরছোস কেন' মন্তব্য করেন ওই ব্যক্তি।
লতার অভিযোগ, তিনি প্রতিবাদ করায় পুলিশের ওই সদস্য মোটরসাইকেল চালিয়ে তার গায়ের উপর উঠিয়ে দেয়ারও চেষ্টা করেন। এসময় আহত হন শিক্ষক লতা।
ওসি উৎপল বড়ুয়া জানান, পুলিশের পোশাক পরা ওই ব্যক্তির নাম বলতে না পারলেও তার দাঁড়ি আছে বলে জানিয়েছেন লতা সমাদ্দার। নাম পদবী বলতে না পারলেও মোটরসাইকেলের একটি নম্বর দিয়েছেন। এ নম্বর সঠিক কি না, কার নম্বর তাও আমরা তদন্ত করছি।
