ঢাকা, মঙ্গলবার ২৩, ডিসেম্বর ২০২৫ ৯:৩৪:৩৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

আইসিসি’র প্রথম নারী পরিচালক নুয়ি

খেলাধুলা ডেস্ক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৮:৩১ পিএম, ৯ ফেব্রুয়ারি ২০১৮ শুক্রবার | আপডেট: ০৩:৪৭ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০১৮ মঙ্গলবার

আইসিসির প্রথম নারী পরিচালক হিসেবে দায়িত্ব নিলেন পেপসি কোম্পানির পরিচালক ও সিইও ইন্দ্রা নুয়ি।আজ শুক্রবার আইসিসির এক মিটিংয়ে নুয়িকে নির্বাচিত করা হয়। তিনি ২০১৮ সালের জুন থেকে বোর্ডে যোগদান করবেন।

গত বছর আইসিসি প্রশাসনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন আনার ঘোষণা দেয়। ১৭ জন পরিচালক নিয়ে বোর্ডের সম্প্রসারণ করতে চেয়েছিলো সংস্থাটি। যার মধ্যে থাকার কথা আইসিসি চেয়ারম্যান, ১২ জন পূর্ণ সদস্য, তিনজন সহযোগী এবং একজন স্বাধীন পরিচালক, যাকে অবশ্যই নারী হতে হবে।

 

তারই অংশ হিসেবে আইসিসি প্রথম নারী পরিচালক নিয়োগ দিয়েছে। পেপসি কোম্পানির পরিচালক ও সিইও ইন্দ্রা নুয়ি এই পদের জন্য নির্বাচিত হয়েছেন।

 

গত বছরের নভেম্বরে এ পদের জন্য নিয়োগ প্রক্রিয়া শুরু হয়। সিএনএনের তালিকায় ২০১৬ সালের ২৬তম ক্ষমতাধর নারী ব্যবসায়ী ইন্দ্রা নতুন দায়িত্বে উচ্ছ্বসিত।

 

তিনি বলেন, ‘আমি ক্রিকেট খেলা ভালোবাসি। ছোটবেলায় আমি কলেজে খেলেছিলাম। এই খেলা আমাকে সততা, সম্মান ও দলগতভাবে কাজ করতে শিখিয়েছে। প্রথম ব্যক্তি হিসেবে এই ভূমিকায় আইসিসিতে যোগ দিতে পেরে আমি রোমাঞ্চিত।’

 

আইসিসি চেয়ারম্যান শশাঙ্ক মনোহর নুয়িকে স্বাগত জানিয়ে বলেছেন, ‘আমরা নুয়িকে স্বাগত জানাতে পেরে আনন্দিত। একজন স্বাধীন পরিচালক, যিনি কি না আমাদের এগিয়ে নিতে সহযোগিতা করবেন।’

 

দুই বছরের জন্য নিয়োগ পেয়েছেন হয়েছেন নুয়ি। মেয়াদ শেষ হওয়ার পর আরো দুই দফা তার পুনর্নিয়োগের সুযোগ থাকবে।

 

আইসিসি’র নতুন এই স্বাধীন পরিচালকের পুরো নাম ইন্দ্রা কৃষ্ণমূর্তি নুয়ি| এই ভারতীয় ললনার হাতেই ন্যস্ত পেপসি কোম্পানির গুরুত্বপূর্ণ দায়িত্ব|

 

ষাট বছর বয়সী ইন্দ্রা পেপসি কো-র বর্তমান চেয়রপার্সন এবং চিফ এক্সিকিউটিভ অফিসার| ফরচুন-ফোর্বস পত্রিকায় প্রভাবশালী মহিলাদের মধ্যে স্থান পাওয়া এখন জলভাত চেন্নাইয়ের এই ভূমিপুত্রীর কাছে|

 

১৯৫৫-র ২৮ অক্টোবর ইন্দ্রার জন্ম চেন্নাইয়ে| হোলি এঞ্জেলস হায়ার সেকেন্ডারি স্কুল থেকে পাশ করার পরে ইন্দ্রা বিএসসি ডিগ্রি লাভ করেন মাদ্রাজ ক্রিশ্চিয়ান কলেজ থেকে| এরপর কলকাতার IIM থেকে MBAডিগ্রিলাভ| প্রোডাক্ট ম্যানেজার হিসেবে তাঁর কেরিয়ার শুরু জনসন অ্যান্ড জনসন-এ|

 

জীবনের এই পর্ব থেকে যেন নতুন উড়ান শুরু হল তার| ইয়েল স্কুল অফ ম্যানেজমেন্ট থেকে ১৯৭৮-এ স্নাতকোত্তর ডিগ্রি লাভ করলেন ইন্দ্রা| পাবলিক অ্যান্ড প্রাইভেট ম্যানেজমেন্টে|

 

এরপর যেন ইন্দ্রার কেরিয়ার উল্কাবেগে এগোতে লাগল| মোটোরোলা-সহ একাধিক সংস্থায় কর্মরত থাকার পরে ইন্দ্রা যোগ দিলেন পেপসি কো-তে‚ ১৯৯৪ সালে| সাত বছরের মধ্যে তিনি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ফুড অ্যান্ড বেভারেজ এ সংস্থার সিএফও| তার হাতে রাশ আসার পরে সংস্থার নেট প্রফিট ২.৭ বিলিয়ন ডলার থেকে বেড়ে দাঁড়ায় ৬.৫ বিলিয়ন ডলারে|

 

এহেন ডাকসাইটে বিজনেস উম্যান‚ নিরামিশাষী ইন্দ্রা আবার ঘোরতর গৃহিণীও বটে| স্বামী-কন্যা নিয়ে আমেরিকার কানেকটিকাটে ভরপুর সংসার তার| ইন্দ্রার বড় মেয়ে চন্দ্রিকা কৃষ্ণমূর্তি ট্যান্ডন গায়িকা| ছোট মেয়ে ইয়েল স্কুল অফ ম্যানেজমেন্টের ছাত্রী| এই প্রতিষ্ঠানে ছাত্রী ছিলেন ইন্দ্রা নিজেও| ফোর্বস পত্রিকা তাঁকে ‘ বিশ্বের সবথেকে প্রভাবশালী মা‘-এর তালিকায় তৃতীয় স্থানে রেখেছে|

 

ঘরে-বাইরে‚ সংসারে-বাণিজ্যে নিজের দীপ্তিতে সমোজ্জ্বল দশভুজা ইন্দ্রা|