রাজশাহীতে পরীক্ষা কেন্দ্রের সামনে থেকে কলেজছাত্রী আটক
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ১২:৩০ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০১৮ শনিবার | আপডেট: ০২:২০ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৮ বৃহস্পতিবার
রাজশাহী শহরে সেলফোনে ‘এসএসসি পরীক্ষার প্রশ্ন’ দেখানোর সময় রাবেয়া ইসলাম রিয়া নামে এক কলেজছাত্রীকে ধরে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
অাজ শনিবার বোয়ালিয়া থানার ওসি আমান উল্লাহ এ কথা জানান। আজ সারাদেশে এসএসসির অভিন্ন প্রশ্নে গণিত বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
আটক রিয়া নগরীর শাহ মখদুম এলাকার আমিনুল ইসলামের মেয়ে। রাজশাহী সিটি কলেজে স্নাতক (গণিত) প্রথম বর্ষের ছাত্রী সে।
ওসি আমান বলেন, সকালে পরীক্ষা শুরুর আগে রিয়া শহরের পিএন বালিকা বিদ্যালয়ের সামনে এক নারী পরীক্ষার্থী ও অভিভাবকদের এসএসসি পরীক্ষার প্রশ্ন দেখাচ্ছিলেন নিজের সেলফোনে। এ সময় কয়েকজন অভিভাবক তাকে ধরে পুলিশে দেয়।
ওসি আরও বলেন, আটক কলেজছাত্রীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরে বিস্তারিত জানানো হবে।
