ঢাকা, শুক্রবার ১৯, ডিসেম্বর ২০২৫ ৮:২১:৪৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

নারী বিশ্বকাপের সেরা একাদশে সালমা

খেলাধুলা ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:২৩ এএম, ৫ এপ্রিল ২০২২ মঙ্গলবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

ইংল্যান্ডকে হারিয়ে সপ্তমবারের মত নারী ওয়ানডে বিশ্বকাপের  শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া। রোববার আসর শেষ হওয়ার পর  সেরা একাদশ ঘোষণা করেছে ক্রিকেটের প্রধান সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এই একাদশে সুযোগ হয়েছে বাংলাদেশের সালমা খাতুনের।

গতকাল সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে নারী ওয়ানডে বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করে আইসিসি। একাদশে সর্বোচ্চ চারজন চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার। এরপর দক্ষিণ আফ্রিকার তিনজন, ইংল্যান্ডের দু’জন এবং ওয়েস্ট ইন্ডিজ-বাংলাদেশের একজন করে খেলোয়াড় রয়েছে।

অভিষেক ওয়ানডে বিশ্বকাপ খেলতে নামে বাংলাদেশ। এই আসরে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন সালমা। ৭ ম্যাচে ১০ উইকেট নেন তিনি। তাই আইসিসির সেরা একাদশে সুযোগ হয় তার। দ্বাদশ ক্রিকেটার হিসেবে আছেন ইংলিশ পেস বোলিং অলরাউন্ডার চার্লি ডিন।

নারী ওয়ানডে বিশ্বকাপ আইসিসি সেরা একাদশ: লরা উলভার্ট, অ্যালিসা হিলি (উইকেটরক্ষক), মেগ ল্যানিং (অধিনায়ক), রাচেল হেইনস, ন্যাট সিচভার, বেথ মুনি, হেইলি ম্যাথিউস, মারিজান ক্যাপ, সোফি একলেস্টোন ও সালমা খাতুন। দ্বাদশ খেলোয়াড়: চার্লি ডিন।