ঢাকা, শনিবার ০৬, ডিসেম্বর ২০২৫ ১:৫২:৫৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

রুশ হামলায় প্রাণ হারিয়েছে ১৮ সাংবাদিক, দাবি ইউক্রেনের

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৫৪ এএম, ৫ এপ্রিল ২০২২ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

ইউক্রেনে রুশ বাহিনীর সামরিক অভিযানে এখন পর্যন্ত ১৮ জন সাংবাদিক নিহত হয়েছেন বলে দাবি করেছে ইউক্রেন। এছাড়া ১৩ জন আহতসহ এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে তিন সাংবাদিক। খবর আল-জাজিরার।

ইউক্রেনের সংস্কৃতি ও তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে দেয়া এক বিবৃতিতে এমন দাবি করা হয়েছে। বিবৃতি অনুযায়ী, নিহতদের সাংবাদিকদের মধ্যে ১৫ জন পুরুষ ও তিনজন নারী।

ইউক্রেনে চলমান রুশ আগ্রাসনে দেশটিতে ১৮ জন সাংবাদিক নিহতের পাশাপাশি ১৩ জন আহত হয়েছেন। এছাড়া রুশ বাহিনী আটজনকে তুলে নিয়ে গেছে। সাথে এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন তিনজন বলে জানিয়েছে ইউক্রেনের কর্তৃপক্ষ।

ইউক্রেনে নিহত বিদেশি সাংবাদিকদের মধ্যে যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড ও রাশিয়ার নাগরিক রয়েছেন। এছাড়া আহতদের মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সুইজার‍ল্যান্ড, ডেনমার্ক, চেক রিপাবলিক এবং সংযুক্ত আরব আমিরাতের সাংবাদিক।

বিদেশিদের মধ্যে রুশ হামলায় সৃষ্ট ধ্বংসযজ্ঞের ভিডিও ধারণ করার সময় ইউক্রেনের রাজধানী কিয়েভে বোমা হামলায় রাশিয়ারই একটি স্বতন্ত্র সংবাদমাধ্যমের সাংবাদিক ওকসানা বাউলিনা নিহত হয়েছেন।