বংশালে ট্রান্সফর্মার বিস্ফোরণে ৫ শিশু দগ্ধ
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০৪:৪৮ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০১৮ শনিবার | আপডেট: ০৪:০৬ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০১৮ রবিবার
পুরান ঢাকার বংশালে বৈদ্যুতিক ট্রান্সফর্মার বিস্ফোরণে ৫ শিশু দগ্ধ হয়েছে। এছাড়া আহত হয়েছে আরো একজন শিশু। বংশালের আলু বাজার বড় মসজিদের পাশে আজ শনিবার সকালে এ ঘটনা ঘটে।
দগ্ধ শিশুরা সবাই স্থানীয় মোহাম্মদিয়া ইসলামিয়া হাফেজিয়া মাদরাসার ছাত্র। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
বংশাল থানার ওসি শাহেদুর রহমান জানান, ৩৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওয়ালিদ থানায় ফোন করে জানান এ দুর্ঘটনার কথা জানান। খবর পেয়ে সঙ্গে সঙ্গে সেখানে পুলিশ পাঠানো হয়।
ওসি জানান, মসজিদের পাশে বিদ্যুতের তিনটি টান্সফর্মারের একটি বিস্ফোরিত হলে আতঙ্কে ছুটোছুটিতে ছয় শিশু আহত হয়। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে আগুনে দগ্ধ হয়েছে পাঁচ শিশু। এছাড়া ছুটোছুটি করতে গিয়ে আহত হয় অন্য এক শিশু।
অগ্নিদগ্ধ শিশুদের মধ্যে মোস্তাকীনের (০৮) দেহের ছয়ভাগ, আবদুর রহমানের (০৮) দেহের তিন ভাগ, আশিকের (০৮) চার ভাগ, জাবেদের (০৭) দেহের এক ভাগ এবং সালমানের (০৭) দেহের ১৪ ভাগ পুড়ে গেছে। আহত আরেক শিশুর নাম সাজ্জাদ (০৫)।
