টিপ পরে মার্কিন দূতাবাসের নারী কর্মকর্তাদের সংহতি
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৯:৫৫ এএম, ৬ এপ্রিল ২০২২ বুধবার
ফাইল ছবি
টিপ পরা নিয়ে এক কলেজ শিক্ষিকাকে ইভ টিজিং করার ঘটনায় শিক্ষিকার সঙ্গে সংহতি প্রকাশ করেছেন ঢাকার মার্কিন দূতাবাসের নারী কর্মীরা। মঙ্গলবার মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুকে কপালে টিপ পরা ছবি পোস্ট করে সংহতি জানান তারা।
পোস্টে মার্কিন দূতাবাস লিখেছে, এ সপ্তাহে টিপ পরার জন্য একজন পুলিশ কর্তৃক এক শিক্ষিকা লাঞ্ছিত হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশকারী সব বাংলাদেশির সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাস সম্প্রদায় যোগ দিয়েছে। যে কোনো ধরনের হয়রানি অগ্রহণযোগ্য।
প্রসঙ্গত, কপালে টিপ পরা নিয়ে রাজধানীর ফার্মগেট এলাকায় এক শিক্ষিকাকে হেনস্তার ঘটনায় এক পুলিশ কনস্টেবলকে চিহ্নিত করে হেফাজতে নেওয়া হয়েছে। ৪ এপ্রিল (সোমবার) ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপ কমিশনার (ডিসি) বিপ্লব কুমার সরকার সোমবার সকালে এ তথ্য জানান।
