ঢাকা, শুক্রবার ১৯, ডিসেম্বর ২০২৫ ৮:২৩:১৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

‘বাচ্চাদের জিততে দাও’, মেসিকে তার স্ত্রী

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:১৬ পিএম, ৬ এপ্রিল ২০২২ বুধবার

ফাইল ছবি

ফাইল ছবি

আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি ফুটবল মাঠে একবিন্দু ছাড় দিতেও রাজি নন প্রতিপক্ষকে। বড় বড় ক্লাব কিংবা তারকাদের মাঠে ধরাশায়ী করা মেসি নিজের সন্তানদের ক্ষেত্রেও কোনো ছাড় দিতে রাজি নন।

আর মেসি সুযোগ না দিলে তার তিন সন্তানের কেউই এই ফুটবল জাদুকরের সঙ্গে জেতা সম্ভবই নয়। হয়েছেও তাই। কিন্তু বিষয়টি পছন্দ হয়নি মেসির সহধর্মীনি আন্তোনেলা রোকুজ্জোর। নিজের সন্তানদের জিততে দেখতে চান আন্তোনেলা। ব্যাকইয়ার্ডে মেসি ও তার তিন সন্তানের মধ্যে ফুটবল খেলার এক ভিডিও প্রকাশ করে রাগের ইমোজি দিয়ে আন্তোনেলা লিখেন, ‘বাচ্চাদের জিততে দাও’।

সম্প্রতি সামাজিক যোগাযোগের মাধ্যম ইনস্টাগ্রামে মেসি ও তার তিন সন্তান থিয়াগো, মাতেও এবং সিরোর মধ্যকার সেই ম্যাচের ভিডিও প্রকাশ করেন আন্তোনেলা। যেখানে মেসি এবং ছোট সন্তান সিরো এক দলে। অপরদিকে বড় দুই সন্তান থিয়াগো ও মাতেও এক দলে।

ম্যাচে থিয়াগো ও মাতেও থেকে সহজে বল কেড়ে নিয়ে মেসি তার ছোট সন্তান সিরোকে দিয়ে গোল করানোর চেষ্টা করেন। সিরোর প্রচেষ্টা ঠেকিয়ে দিতে দেখা যায় থিয়াগোকে। এরপর সিরো আবার পাস দেন মেসিকে। ফিরতি পাসে ফাঁকায় পেয়ে বল জালে জড়ান মেসি নিজেই।

সেই ভিডিও ইনস্টাগ্রামের স্টোরিতে শেয়ার করে রাগের ইমোজি দিয়ে আন্তোনেলা লিখেন, ‘বাচ্চাদের জিততে দাও’।