দেশে ডায়রিয়ার প্রকোপ আরও বেড়েছে
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৭:৪৯ পিএম, ৬ এপ্রিল ২০২২ বুধবার
ফাইল ছবি
রাজধানীসহ সারাদেশে ডায়রিয়ার প্রকোপ আরও বেড়েছে। এতে রোগীদের চাপ বাড়ছে আইসিডিডিআরবি হাসপাতালে। তবে স্বাস্থ্য অধিদপ্তরের দাবি, ডায়রিয়া পরিস্থিতিতে সরকারি হাসপাতালগুলো প্রস্তুত রয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. নাজমুল ইসলাম বলেন, ঢাকার কয়েকটি এলাকায় অনেক মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছেন। ফলে আইসিডিডিআরবি হাসপাতালে স্বাভাবিক সময়ের চেয়ে বেশি সংখ্যক রোগী আসছে। এদের বেশির ভাগই প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে যাচ্ছেন।
আইসিডিডিআরবিসহ সব সরকারি হাসপাতালে ডায়রিয়া রোগীদের জন্য পর্যাপ্ত শয্যাসহ খাবার স্যালাইন, ওষুধ এবং অন্যান্য লজিস্টিক সাপোর্ট মজুত রয়েছে বলে জানান তিনি।
বুধবার (৬ এপ্রিল) রাজধানীর আইসিডিডিআরবি হাসপাতালে ডায়রিয়া রোগীতে পূর্ণ হয়ে যায়।
আইসিডিডিআরবি সূত্র জানায়, ভর্তি হওয়া রোগীদের অনেকের বয়স পাঁচ বছরের কম। তবে মঙ্গলবার ভর্তি হওয়ায় রোগীর সংখ্যা আগের রেকর্ড ছাড়িয়ে গেছে। এদিন রোগী ভর্তি হয়েছেন ১ হাজার ৩৪১ জন। হাসপাতালের শয্যার বাইরে ফ্লোরিং এবং তাবুতে রেখেও চিকিৎসা দেওয়া হচ্ছে এসব রোগীদের।
