১০ বছর পর ভেঙে গেল প্যাট্রিক-সেরিনা জুটি
খেলাধুলা ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৪:০১ পিএম, ৮ এপ্রিল ২০২২ শুক্রবার
সেরিনা উইলিয়ামস এবং সিমোনা হালেপ। —ফাইল চিত্র
২০১২ সাল থেকে সেরিনা উইলিয়ামসকে প্রশিক্ষণ দিচ্ছেন প্যাট্রিক মৌরাতগ্লু। এ বার তাকে ছেড়ে সিমোনা হালেপকে প্রশিক্ষণ দেওয়ার দায়িত্ব নিলেন তিনি। ১০ বছর পর ভেঙে গেল প্যাট্রিক-সেরিনা জুটি।
বিশ্বের প্রাক্তন এক নম্বর এবং দু’বারের গ্র্যান্ড স্ল্যামজয়ী সিমোনা। এ বার থেকে তাকেই প্রশিক্ষণ দেবেন ফরাসি কোচ প্যাট্রিক। গত বছর উইম্বলডনে খেলার সময় পায়ে চোট পেয়েছিলেন সেরিনা। তার পর এখনও পর্যন্ত কোনও ট্যুরে খেলতে নামেননি আমেরিকার টেনিস তারকা। তাই শেষ আট মাস ধরে কোনও কাজও ছিল না প্যাট্রিকের।
টুইট করে প্যাট্রিক লেখেন, ‘শেষ আট মাসে আমি বুঝতে পেরেছি যে, কতটা নিঃসঙ্গ হয়ে পড়ছিলাম কোচিং ছাড়া। কোচিং আমার জীবনে আবেগের জায়গা। আমার এখনও অনেক কিছু দেওয়া বাকি রয়েছে।’
প্যাট্রিকের সঙ্গে জুটি বাঁধার পর এই দশ বছরে সেরিনা একাধিক গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন। এই বছর ফের উইম্বলডনে ফিরতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন ৪০ বছরের সেরিনা। অন্যদিকে ৩০ বছরের সিমোনা সাফল্য পাননি বেশ কিছু প্রতিযোগিতায়। এই মুহূর্ত কোনও কোচও ছিল না তার। ড্যানিয়েল ডব্রে এবং আদ্রিয়ান মার্কউ কোচিং করাতেন সিমোনাকে। কাতার ওপেন থেকে ছিটকে যাওয়ার পর সিমোনা একটি ছবি পোস্ট করেন। সেখানে দেখা যায় প্যাট্রিকের অ্যাকাডেমিতে অনুশীলন করছেন তিনি।
সে সময়ই প্যাট্রিককে কোচ হওয়ার প্রস্তাব দিয়েছিলেন সিমোনা। কিন্তু সেরিনার সঙ্গে চুক্তি বদ্ধ থাকায় রোমানিয়ার এই টেনিস খেলোয়াড়ের দায়িত্ব নিতে রাজি হননি প্যাট্রিক মৌরাতগ্লু।
