ঢাকা, রবিবার ২৮, এপ্রিল ২০২৪ ০:১৮:৪১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

প্রথম কৃষ্ণাঙ্গ নারী বিচারপতি পাচ্ছে আমেরিকা

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:০০ পিএম, ১০ এপ্রিল ২০২২ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

আমেরিকার ২৩৩ বছরের ইতিহাসে এবারই প্রথম কৃষ্ণাঙ্গ নারীকে বিচারপতি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। বিচারপতি হওয়া কৃষ্ণাঙ্গ নারীর নাম কেটাঞ্জি ব্রাউন জ্যাকসন।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স-এর প্রতিবেদন থেকে জানা যায়, বৃহস্পতিবার (৭ এপ্রিল) মার্কিন সেনেট নিশ্চিত করেছে, জ্যাকসন প্রথম কৃষ্ণাঙ্গ নারী বিচারপতি হিসেবে সুপ্রিম কোর্টে কাজ করবেন।

৫৩ জনের মধ্যে ৪৭ ভোট পেয়ে ৫১ বছর বয়সী এই ফেডারেল আপিল বিচারক দেশের শীর্ষ বিচারিক সংস্থায় আজীবন চাকরি নিশ্চিত করেন।

আগামী জুন মাসের শেষ দিকে জ্যাকসন আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করবেন বলে জানা যায়। তিনি তার কর্মজীবনের প্রথম দিকে ব্রেয়ারের সুপ্রিম কোর্টের ক্লার্ক হিসেবে কাজ করেছিলেন।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট বাইডেন টেলিভিশনে ভোট দেখার জন্য জ্যাকসনকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছিলেন।

সেই মুহূর্তের একটি ছবি টুইটারে শেয়ার করে বাইডেন লিখেছেন, বিচারপতি জ্যাকসনের এই জয় আমাদের জাতির জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। আমরা আমেরিকার বৈচিত্র্য প্রতিফলিত করার দিকে আরেকটি বড় পদক্ষেপ নিয়েছি। আশা করছি তিনি একজন অবিশ্বাস্য ন্যায়বিচারক হবেন এবং তার সঙ্গে এই মুহূর্তটি ভাগ করে নেয়ার জন্য আমি নিজেও সম্মানিত বোধ করছি।

ফেডারেল ডিস্ট্রিক্ট বিচারক হিসেবে আট বছর দায়িত্ব পালন করার পর গত বছর জ্যাকসনকে ডিস্ট্রিক্ট অব কলম্বিয়া সার্কিটের জন্য ইউএস কোর্ট অব আপিলসে নিয়োগ করেছিলেন জো বাইডেন।

জ্যাকসন শুধুমাত্র প্রথম কৃষ্ণাঙ্গ নারী বিচারপতিই নন বরং দেশটির ষষ্ঠ নারী বিচারপতিও। জ্যাকসনের শপথ গ্রহণের পর প্রথমবারের মতো মার্কিন সুপ্রিম কোর্টে একসঙ্গে চারজন নারী বিচারপতি আদালতে দায়িত্ব পালন করবেন।