বাংলা নববর্ষ উপলক্ষে গুলশানে চলছে তিন দিনব্যাপী বৈশাখী মেলা
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০১:৪১ পিএম, ১১ এপ্রিল ২০২২ সোমবার
ফাইল ছবি
বাংলা নববর্ষ উপলক্ষে রাজধানীর অভিজাত এলাকা গুলশানে শুরু হয়েছে তিন দিনব্যাপী বৈশাখী মেলা। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত এই মেলা চলবে আগামী ১৩ এপ্রিল পর্যন্ত।
আজ সোমবার সকালে মেলা উদ্বোধন করেন ওয়েবের প্রতিষ্ঠাতা সভাপতি নাসরিন ফাতিমা আউয়াল মিন্টু। গুলশানের শাহাবুদ্দিন পার্ক সংলগ্ন গুলশান লেডিস কমিউনিটি ক্লাবে মেলার আয়োজন করেছে উইমেন এন্ট্রাপ্রেনিউর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ওয়েব)।
এসময় উপস্থিত ছিলেন ওয়েব সভাপতি সালমা মাসুদ, মেলা কমিটির চেয়ারম্যান নাজমা ইসলাম, ওয়েবের কার্য নির্বাহী কমিটির সদস্য এস.এম. আনজুমান উল ফেরদৌসী প্রমুখ। মেলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ২৫টি হস্ত শিল্প প্রতিষ্ঠান অংশ নিয়েছে।
