রাষ্ট্রপতির সঙ্গে স্পিকারের সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ১০:৪৪ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০১৮ সোমবার | আপডেট: ১২:২৬ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০১৮ মঙ্গলবার
জাতীয় সংসদের স্পিকার ও কমনওয়েলথ পার্লামেন্টারি এসোসিয়েশনের (সিপিএ) সাবেক চেয়ারপার্সন ড. শিরীন শারমীন চৌধুরী আজ সোমবার বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন আজ বিকেলে জানান, দ্বিতীয়বারের মতো বাংলাদেশের রাষ্ট্রপতি পুনর্নির্বাচিত হওয়ায় স্পিকার রাষ্ট্রপতিকে অভিনন্দন জানান।
বৈঠকে বিভিন্ন উন্নয়ন কার্যক্রমসহ সংসদের সার্বিক কর্মকান্ড সম্পর্কে স্পিকার রাষ্ট্রপতিকে অবহিত করেন।
রাষ্ট্রপতি হামিদও সংসদের চলমান সার্বিক কার্যক্রমে ড. শিরীন চৌধুরীকে ধন্যবাদ জানান।
