ঢাকা, মঙ্গলবার ২৩, ডিসেম্বর ২০২৫ ০:৩৮:২৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ৩১ জন

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:৩৬ পিএম, ১৩ এপ্রিল ২০২২ বুধবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় দেশে কেউ মারা যায়নি। আর এ সময়কালে নতুন রোগী শনাক্ত হয়েছে ৩১ জন। গতকাল এই সংখ্যা ছিল ২২ জন। স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বুধবার এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়, এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ১২৪ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ। 

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, দেশে গত ২৪ ঘন্টায় ৫ হাজার ৩৮৭ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ৩১ জন। আগের দিন ৫ হাজার ৮৬১ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছিল ২২ জন। 

দেশে এখন পর্যন্ত ১ কোটি ৩৯ লাখ ৫ হাজার ৬৬১ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছেন ১৯ লাখ ৫২ হাজার ১৬২ জন। 

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, ঢাকা জেলায় (মহানগরসহ) গত ২৪ ঘন্টায় ৩ হাজার ৬৭১ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ২৪ জন। শনাক্তের হার দশমিক ৬৫ শতাংশ। গতকাল এই হার ছিল দশমিক ৩৩ শতাংশ।

করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ২৭৪ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৮৯ হাজার ৮৭৯ জন। সুস্থতার হার ৯৬ দশমিক ৮১ শতাংশ।