রাজধানীতে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ১২:২৬ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০১৮ মঙ্গলবার | আপডেট: ১২:২৮ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০১৮ মঙ্গলবার
রাজধানীর মাতুয়াইলে অটোরিকশার ধাক্কায় এক শিশু নিহত হয়েছে। তার নাম আলা আমিন (১০)। সোমবার রাত ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা যায় সে।
আলা আমিনের বাবার নাম আবদুর রশিদ। তাদের বাড়ি যাত্রাবাড়ীর দক্ষিণ মাতুয়াইল বটগাছিয়ায়। আলা আমিন স্থানীয় একটি স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিলো।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. বাচ্চু মিয়া বলেন, গতকাল বেলা ১১টার দিকে বাসার কাছে অটোরিকশার ধাক্কায় শিশুটি আহত হয়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দিয়ে বাসায় নিয়ে যাওয়া হয়।
রাতে তার অবস্থার অবনতি হলে রাত ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মৃতদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
