২৪ ঘণ্টায় করোনায় কেউ মারা যায়নি
অনলাইন ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৯:০৬ পিএম, ১৯ এপ্রিল ২০২২ মঙ্গলবার
প্রতীকী ছবি
দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কেউ মারা যায়নি। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৫০ জনের। শনাক্তের হার দশমিক ৯০ শতাংশ।
আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, করোনায় এখন পর্যন্ত মারা গেছেন ২৯ হাজার ১২৬ জন। আর করোনা শনাক্ত হয়েছে ১৯ লাখ ৫২ হাজার ৪১২ জনের।
২৪ ঘণ্টায় ৫ হাজার ৫১৫টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৫ হাজার ৫৪৫টি। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দশমিক ৯০ শতাংশ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩৩১ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৯১ হাজার ৫২৮ জন।
প্রসঙ্গত, দেশে প্রথম করোনা সংক্রমণ ধরা পড়ে ২০২০ সালের ৮ মার্চ। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে করোনায় প্রথম একজনের মৃত্যু হয়।
