ঢাকা, শনিবার ০৪, মে ২০২৪ ১৬:৫৭:৪৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বাংলাদেশ অফিসে লোকবল নেবে আইআরসি

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪৬ পিএম, ২০ এপ্রিল ২০২২ বুধবার

ফাইল ছবি

ফাইল ছবি

পার্টনারশিপ বিভাগে বাংলাদেশ অফিসে কর্মী নিয়োগ দেবে মার্কিন দাতা সংস্থা দ্য ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। সংস্থাটি তাদের ওয়েবসাইটে পার্টনারশিপ ম্যানেজার পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পদসংখ্যা ১।

আগ্রহীদের আইআরসির ওয়েবসাইটের এ লিংকে গিয়ে নিয়োগ ও আবেদনের বিস্তারিত প্রক্রিয়া জেনে Apply Now-এ ক্লিক করে আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ ২৬ এপ্রিল।

যোগ্যতা ও অভিজ্ঞতা: ডেভেলপমেন্ট স্টাডিজ/ অর্থনীতি/ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা এ ধরনের বিষয়ে স্নাতক/ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। বেসরকারি সংস্থা, আন্তর্জাতিক সংস্থা বা মানবাধিকার সংস্থায় পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এফসিডিও, ইসিএইচও বা ইউরোপিয়ান দাতা সংস্থায় কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। প্রজেক্ট ম্যানেজমেন্ট টুলস জানতে হবে। এমএস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে। ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।

বেতন ও সুযোগ-সুবিধা: মাসিক বেতন ১ লাখ ১১ হাজার ২০০ টাকা। এ ছাড়া বছরে দুটি মূল বেতনের সমপরিমাণ বোনাস, গ্র্যাচুইটি, স্বাস্থ্য ও জীবনবিমা ও মুঠোফোন বিল দেয়া হবে।

চাকরির ধরন: এক বছরের চুক্তিভিত্তিক (চুক্তির মেয়াদ বাড়ার সম্ভাবনা আছে)

কর্মস্থল: আইআরসি-বাংলাদেশ, কক্সবাজার অফিস