ঢাকা, শনিবার ২৭, ডিসেম্বর ২০২৫ ১:৪৮:৩০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

১১ বছরের শিশুকে ধর্ষণ, রডমিস্ত্রি আটক

সাভার প্রতিনিধি

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৭:৫৭ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৮ সোমবার | আপডেট: ০৭:১৬ পিএম, ২২ মার্চ ২০১৮ বৃহস্পতিবার

সাভারের ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে এক রডমিস্ত্রিকে আটক করেছে সাভার মডেল থানা পুলিশ। অভিযুক্তের নাম মোহাম্মদ আলী (২৩)। 

আজ সোমবার দুপুরে সাভারের দক্ষিণ নামাগেন্ডা এলাকা থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, দুপুরে নিজের ভাড়া বাসায় ওই শিশুকে ধর্ষণ করে রডমিস্ত্রি মোহাম্মদ আলী। শিশুটির চিৎকারে বাড়ির অন্য ভাড়াটিয়ারা বিষয়টি বুঝতে পেরে ধর্ষণকারীকে আটক করে সাভার মডেল থানা পুলিশকে খবর দেয়।

পরে সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) আবুল কাসেম ঘটনাস্থলে গিয়ে ধর্ষণের শিকার শিশু ও ধর্ষণকারীকে আটক করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে কথা হলে এসআই আবুল কাসেম জানান, ধর্ষণের শিকার শিশুটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকলে কলেজ হাসপাতালের ওয়ান ষ্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।

তিনি বলেন, ‘ওই বাড়ির ভাড়াটিয়াদের কাছ থেকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে ধর্ষণকারীকে আটক করেছি। শিশুটির বক্তব্য নেওয়ার জন্য তাকেও থানায় আনা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’

ধর্ষণের শিকার শিশুটি দক্ষিণ নামাগেন্ডা এলাকার জালাল উদ্দিনের বাড়িতে বাবা মার সঙ্গে ভাড়া থাকতো। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।