ঢাকা, শনিবার ০৬, ডিসেম্বর ২০২৫ ১:৪৮:২২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

খুলনা জেলা সাংবাদিক ফোরামের আহ্বায়ক মাহতাব, সচিব সাজু

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩৪ পিএম, ২২ এপ্রিল ২০২২ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

ঢাকায় কর্মরত খুলনা জেলা সাংবাদিকদের সংগঠন খুলনা জেলা সাংবাদিক ফোরাম ঢাকার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার ইকোনমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে সমকালের বিশেষ প্রতিনিধি ফসিহ উদ্দিন মাহতাবকে আহ্বায়ক, সাজু রহমানকে সদস্য সচিব ও আব্দুল্লাহ মুয়াজকে যুগ্ম আহ্বায়ক করে তিন সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

ঈদুল ফিতরের পর একটি নির্দিষ্ট তারিখ ঠিক করে ঈদ পুনর্মিলনী ও পূর্নাঙ্গ কমিটি গঠন করা হবে বলে আহ্বায়ক কমিটি জানিয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন খুলনা বিভাগ সাংবাদিক ফোরাম ঢাকার সভাপতি রাহুল রাহা, সমকালের বিশেষ প্রতিনিধি সাব্বির নেওয়াজ, আজকালের খবরের বিজনেস এডিটর জাকির হোসাইন, ডেইলি বাংলাদেশের স্টাফ রিপোর্টার সফিকুল ইসলাম রাসেল, চ্যানেল আই এর বিশেষ প্রতিনিধি রিজভি নেওয়াজ, দৈনিক আজকের সংবাদের বিশেষ প্রতিনিধি শেখ ফজলুল হক বাবু, আনন্দ বাজার পত্রিকার বাংলাদেশ প্রতিনিধি অশোক দত্ত, দেশ টেলিভিশনের নিউজ রুম এডিটর রাজু আহমেদ সহ আরো অনেকে।