ফ্রেঞ্চ কাপের ফাইনাল পরিচালনা করবে নারী রেফারি
খেলাধুলা ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০২:২৯ পিএম, ২৩ এপ্রিল ২০২২ শনিবার
নারী রেফারি স্টেফানি ফ্র্যাপার্ট। ফাইল ছবি।
পুরুষদের ফ্রেঞ্চ কাপ ফুটবলের ফাইনাল পরিচালনার মাধ্যমে ইতিহাস রচনা করতে যাচ্ছেন নারী রেফারি স্টেফানি ফ্র্যাপার্ট। গত বৃহস্পতিবার ম্যাচ পরিচালনার দায়িত্ব তার হাতে অর্পন করেছে ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশন (এফএফএফ)।
আগামী ৭ মে প্যারিসের স্তাদে ডি ফ্রান্সে নিস বনাম নঁতের মধ্যকার ম্যাচটি পরিচালনা করবেন ফ্র্যাপার্ট।
এফএফএফ-এর সংবাদ বিজ্ঞপ্তিতে রেফারিং এর ট্যাকনিক্যাল পরিচালক পাসকাল গ্যারিবিয়ান বলেন, ‘যোগ্য হিসেবেই তাকে নিযুক্ত করা হয়েছে।’
৩৮ বছর বয়সি ফ্র্যাপার্ট বলেছেন, এমন সুযোগ পাওয়ায় আমি খুশি ও গর্বিত। এটি আমার জন্য একটি বিশাল সুযোগ। আমি এ দায়িত্ব পালন করবো চমৎকারভাবে।
২০১৯ সালে প্রথম নারী রেফারি হিসেবে লিগ ওয়ানের ম্যাচ পরিচালনা করেছিলেন তিনি। একই বছর ইউরোপীয় সুপার কাপ এবং ২০২০ সালের শেষদিকে পুরুষদের চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচও পরিচালনা করেছেন তিনি।
আগামী জুলাইয়ে নারীদের ইউরো টুর্নামেন্টের রেফারি প্যানেলেও স্থান পেয়েছেন ফ্র্যাপার্ট।
