গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, সারা শরীরে আঘাতের চিহ্ন
সাভার প্রতিনিধি
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০২:৫০ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০১৮ সোমবার | আপডেট: ০৩:২৭ পিএম, ১ মার্চ ২০১৮ বৃহস্পতিবার
ঢাকার সাভার উপজেলা থেকে হাসিনা বেগম নামে (৩০) এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ। তার সারা শরীরে আঘাতের চিহ্ন ছিল বলে জানা গেছে।
আজ সোমবার দুপুরে সাভারের সোবাহানবাগ এলাকার এখলাস উদ্দিনের বাড়ি থেকে হাসিনার লাশ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ। এ ঘটনায় তার স্বামী গরু ব্যবসায়ী আহসান হাবিবকে আটক করা হয়েছে।
হাসিনা বেগমের বাড়ি দিনাজপুর জেলার খাঁনসামা থানার টংগুয়া গ্রামে। হাফিজ উদ্দিন শিহাব নামের তার ১০ মাস বয়সী এক শিশু সন্তান রয়েছে।
পুলিশ জানায়, আজ দুপুরে নিজ ভাড়া ঘরের জানালার সঙ্গে ঝুলন্ত অবস্থায় ওই গৃহবধুর লাশ দেখতে পান তার স্বামী। পরে সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহত ওই গৃহবধুর সারা শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তার পা দিয়ে রক্ত ঝরছিলো।
এলাকাবাসীর অভিযোগ, ওই গৃহবধূকে হত্যা করে লাশ জানালার সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে।
বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই ) আবুল কাসেম। তিনি জানান, এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
