ঢাকা, বুধবার ১৭, ডিসেম্বর ২০২৫ ১৯:২৫:০৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ডেন্টালে দেশসেরা নাসরিন সুলতানা ইভা 

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:৩০ পিএম, ২৪ এপ্রিল ২০২২ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

ডেন্টাল ভর্তি পরীক্ষায় দেশসেরা হয়েছেন নাসরিন সুলতানা ইভা। ঢাকা মেডিকেল কলেজে পরীক্ষা দেওয়া ইভা প্রথম স্থান অর্জন করেছেন।

রোববার (২৪ এপ্রিল) দুপুরে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করা হলে এ তথ্য উঠে আসে।

ওই ফলাফলে দেখা যায়, নাসরিন সুলতানা ইভা লিখিত পরীক্ষায় ৯৪ দশমিক ২৫ নম্বর পেয়েছেন। ছেলেদের মধ্যে লিখিত পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়েছেন ৯১ দশমিক ৭৫।

এবারের ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিলেন ৫৩ হাজার ৮২ জন শিক্ষার্থী। আবেদনকারী শিক্ষার্থীর সংখ্যা ছিল ৬৫ হাজার ৯০৭ জন। পাস করেছেন ৩৯ হাজার ৩৯৫ জন শিক্ষার্থী। পাসের হার ৫৯ দশমিক ৭৭ শতাংশ। এরমধ্যে ছাত্র ১৩ হাজার ৭৪৯ জন, যা শতকরা বিবেচনায় ৩৪ দশমিক ৯০ শতাংশ। আর ছাত্রী ২৫ হাজার ৬৪৬ জন, যা শতকরা বিবেচনায় ৬৫ দশমিক ১০ শতাংশ।

সরকারি ডেন্টাল কলেজে ছাত্রদের আসন সংখ্যা ২৫৭ জন। যা শতকরা বিবেচনায় ৪৭ দশমিক ১৬ শতাংশ। ছাত্রীদের আসন সংখ্যা ২৮৮ জন, শতকরা বিবেচনায় ৫২ দশমিক ৮৪ শতাংশ।