স্পোর্টসম্যান অব দ্য ইয়ার সেরেনা
খেলাধুলা ডেস্ক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ১২:৩৩ পিএম, ১ মার্চ ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ১০:১৫ পিএম, ২ মার্চ ২০১৮ শুক্রবার
২০১৭ সালের লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টসম্যান অব দ্য ইয়ার পুরস্কার বিজয়ী হলেন যুক্তরাষ্ট্রের টেনিস তারকা সেরেনা উইলিয়ামস এবং সুইজারল্যান্ডের রজার ফেদেরার।
২০১৭ সালের শুরুতে অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জিতে ক্যারিয়ারে ২৩তম গ্র্যান্ডস্ল্যাম ট্রফি জয় করেন উইলিয়ামস পরিবারের ছোট কন্যা। এমন অ্যাওয়ার্ড জিততে পেরে সেরেনা ভীষণ খুশি। তিনি বলেন, আমার খুবই ভালো লাগছে গেল বছরের বর্ষসেরা খেলোয়াড় হতে পেরে। আশা করি, ভবিষ্যতে আরও ভালো খেলা উপহার দিতে পারবো।
এদিকে ফেদেরার বলেন, গত বছরটি আমি অসাধারণ কাটিয়েছি। বছরটি আমার স্বপ্ন সত্যি হওয়ার মতো কেটেছে। এটি আমি কখনো ভুলবো না। আবারও স্বরূপে ফিরে আসতে পারাটা সত্যিই আবেগের।
এছাড়াও লরিয়াস বেস্ট স্পোর্টিং মোমেন্টের পুরস্কার জিতেছে ২০১৬ সালে বিমান দুর্ঘটনায় পড়া ফুটবল ক্লাব শাপেকোয়েন্স।
