যাত্রীদের পদচারণায় মুখর কমলাপুর
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১০:৩৮ এএম, ২৮ এপ্রিল ২০২২ বৃহস্পতিবার
ফাইল ছবি
পরিবারের সাথে ঈদ উদযাপন করতে বাড়ি ফিরছেন মানুষ। প্রতিবারের মতো এবারও যাত্রীর চাপ লক্ষ্য করা যাচ্ছে রেলপথে। প্রথম দিনের মতো দ্বিতীয় দিন সকালেও কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে দেশের বিভিন্ন অঞ্চলের উদ্দেশ্যে ট্রেন ছেড়ে যেতে দেখা গেছে, যাত্রীদের পদচারণায় মুখর পুরো স্টেশন এলাকা।
প্রথম দিন ট্রেন ছাড়তে কিছুটা বিলম্ব হলেও আজ তেমনটি দেখা যায়নি। তবে যাত্রীদের অভিযোগ, ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও পাওয়া যাচ্ছে না ট্রেনের আগাম টিকিট।
কমলাপুর রেলওয়ে স্টেশন ঘুরে দেখা যায়, ঈদযাত্রার দ্বিতীয় দিন নিজ নিজ গন্তব্যের ট্রেন ধরতে সেহরি খেয়েই স্টেশনে চলে এসেছেন অনেক যাত্রী।
ট্রেনের ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ১ মে। এবারের ঈদযাত্রার সুবিধার্থে ছয় জোড়া বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
