ঢাকা, বৃহস্পতিবার ১৮, ডিসেম্বর ২০২৫ ২৩:২১:৩২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

আগামী মৌসুম থেকে নারীদের পেশাদার সিরি-এ লিগ শুরু 

খেলাধুলা ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৩২ পিএম, ২৮ এপ্রিল ২০২২ বৃহস্পতিবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

আগামী মৌসুম থেকে ইতালিয়ান নারী ফুটবলের পেশাদার লিগ হিসেবে সিরি-এ লিগ শুরু হতে যচ্ছে। ইতালিয়ান ফুটবল ফেডারেশন (এফআইজিসি) এই তথ্য নিশ্চিত করেছে।
এফআইজিসি জানিয়েছে এসোসিয়েশনের নিয়মানুযায়ী ফেডারেল বোর্ড নারীদের সিরি-এ লিগ চালু করার ব্যপারে অনুমতি দিয়েছে। নারীদের শীর্ষ পর্যায়ের লিগকে পেশাদারীত্বের আওতায় আনার প্রয়াসেই এই উদ্যোগ নেয়া হয়েছে। 
এ সম্পর্কে ইতালিয়ান ফুটবলের প্রেসিডেন্ট গাব্রিয়েলে গ্রাভিনা বলেছেন, ‘আগামী ১ জুলাই থেকে আমরা নারীদের লিগকে পেশাদার ফুটবলের মাধ্যমে স্বীকৃতি দিতে যাচ্ছি। এখানে খেলোয়াড় ট্রান্সফার থেকে শুরু করে সবকিছুই নিয়ম মাফিক চালু থাকবে।’
ইতালিয়ান ফুটবলার্স এসোসিয়েশনের প্রেসিডেন্ট উমবার্তো কালকাগনো বলেছেন, ‘এর মাধ্যমে নতুন একটি চ্যালেঞ্জের শুরু হতে যাচ্ছে।’
এবারের নারীদের লিগে রোমাকে পাঁচ পয়েন্টে ব্যবধানে পিছনে ফেলে বর্তমানে টেবিলের শীর্ষে রয়েছে জুভেন্টাস। জুভেন্টাসের মৌসুম শেষ হতে বাকি রয়েছে আর মাত্র দুটি ম্যাচ।