কিয়েভে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ‘সাংবাদিক নিহত’
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৭:৪৪ পিএম, ২৯ এপ্রিল ২০২২ শুক্রবার
ফাইল ছবি
ইউক্রেনের রাজধানী কিয়েভে রেডিও লিবার্টির এক সাংবাদিক কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন। রেডিও লিবার্টির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
শুক্রবার বিবিসি এ খবর জানিয়েছে।রেডিও লিবার্টির এক বিবৃতিতে বলা হয়, ভেরা গাইরিচ নামের ওই সাংবাদিক বাড়িতেই ছিলেন, যখন একটি ক্ষেপণাস্ত্র তার বাসভবনটিতে আঘাত হানে।
ওই রেডিও’র এক কর্মকর্তা বলেন, সাংবাদিক ভেরা গাইরিচ ‘একজন উজ্জ্বল এবং ভালো মানুষ ছিলেন; তিনি ছিলেন সত্যিকারের পেশাদার।’
তার সহকর্মী ওলেক্সান্ডার ডেমচেঙ্কো ফেসবুকে লিখেছেন, ‘একজন বিস্ময়কর ব্যক্তি চলে গেছেন।’
রেডিও লিবার্টি রেডিও ফ্রি ইউরোপ নামেও পরিচিত। এটি একটি মার্কিন অর্থায়নে পরিচালিত রেডিও।
এর আগে, কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো বলেন যে, বৃহস্পতিবারের ক্ষেপণাস্ত্র হামলার পর একটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে, যদিও সে সময়ে নিহত ব্যক্তির বিস্তারিত বিবরণ দেয়া হয়নি।
মস্কো নিশ্চিত করেছে যে, ক্ষেপণাস্ত্র ইউক্রেনীয় লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। তবে ভবনটিতে হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি।
